আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমার জোরালো প্রত্যাশার কারণে মূল্যবান ধাতু সোনার বাজার লাগামহীন। বিশ্ববাজারে প্রথমবারের মতো সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১০০ ডলার। বাংলাদেশে ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ২ লাখ টাকা ছাড়িয়েছে।
দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৬১৯ টাকা বেড়ে ২ লাখ ১৪ হাজার টাকায় উঠেছে। পাঁচ দিন আগে ৮ অক্টোবর এই মানের সোনার দর ভরিতে ৬ হাজার ৯০৫ টাকা বাড়ানো হয়েছিল; ভরি উঠেছিল ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়। চলতি মাসের মাত্র ১৩ দিনে পাঁচ দফায় ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ১৮ হাজার ৩৩৪ টাকা বেড়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ব্লু লাইন ফিউচারসের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রাইবেল বলেন, সোনার এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে এবং ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে যেতে পারে। ব্যাংক অব আমেরিকা ও সোশিয়েতে জেনারেলের মতো প্রতিষ্ঠানও ২০২৬ সালে সোনার দাম ৫ হাজার ডলার ছোঁয়ার পূর্বাভাস দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সোনা কেনা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধির কারণে বাজার চড়ছে বলে মনে করছেন ফিলিপ।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে শূন্য দশমিক ২৫ শতাংশ সুদহার কমানোর সম্ভাবনা ৯৭ শতাংশ। যেহেতু সোনা সুদবিহীন সম্পদ, তাই কম সুদের হারে এর দাম সাধারণত বাড়ে।
স্বর্ণের বাজারের এই ‘পাগলা ঘোড়া’ পরিস্থিতিতে আরেকটি কম মূল্যবান ধাতুও রেকর্ড গড়েছে। রুপার দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে ‘শর্ট স্কুইজ’ যোগ হওয়ায় প্রতি আউন্স রুপার দাম ৫২ দশমিক ৫০ মার্কিন ডলার হয়েছে। এটি সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, লন্ডনে তারল্যসংকট বিশ্বব্যাপী রুপার চাহিদা বাড়িয়ে দিয়েছে। ভারতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুপার চাহিদা বৃদ্ধি পাওয়ায় লন্ডনে লেনদেনের জন্য রুপার বারের সরবরাহ কমে গেছে।
রুপার প্রতি বিনিয়োগকারীদের শক্তিশালী আগ্রহ প্রতিফলিত হয়েছে রেকর্ড-ভাঙা ডেটাতে। সেপ্টেম্বরে সিলভার ইটিএফে নিট প্রবাহ সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৩৪১ দশমিক ৬৭ কোটি রুপিতে পৌঁছেছে। এ ছাড়া উৎসবের কারণে গয়না এবং রুপার পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায়ও বাজারে চাপ সৃষ্টি হয়েছে।
আরও খবর পড়ুন:
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমার জোরালো প্রত্যাশার কারণে মূল্যবান ধাতু সোনার বাজার লাগামহীন। বিশ্ববাজারে প্রথমবারের মতো সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১০০ ডলার। বাংলাদেশে ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ২ লাখ টাকা ছাড়িয়েছে।
দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৬১৯ টাকা বেড়ে ২ লাখ ১৪ হাজার টাকায় উঠেছে। পাঁচ দিন আগে ৮ অক্টোবর এই মানের সোনার দর ভরিতে ৬ হাজার ৯০৫ টাকা বাড়ানো হয়েছিল; ভরি উঠেছিল ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়। চলতি মাসের মাত্র ১৩ দিনে পাঁচ দফায় ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ১৮ হাজার ৩৩৪ টাকা বেড়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ব্লু লাইন ফিউচারসের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রাইবেল বলেন, সোনার এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে এবং ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে যেতে পারে। ব্যাংক অব আমেরিকা ও সোশিয়েতে জেনারেলের মতো প্রতিষ্ঠানও ২০২৬ সালে সোনার দাম ৫ হাজার ডলার ছোঁয়ার পূর্বাভাস দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সোনা কেনা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধির কারণে বাজার চড়ছে বলে মনে করছেন ফিলিপ।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে শূন্য দশমিক ২৫ শতাংশ সুদহার কমানোর সম্ভাবনা ৯৭ শতাংশ। যেহেতু সোনা সুদবিহীন সম্পদ, তাই কম সুদের হারে এর দাম সাধারণত বাড়ে।
স্বর্ণের বাজারের এই ‘পাগলা ঘোড়া’ পরিস্থিতিতে আরেকটি কম মূল্যবান ধাতুও রেকর্ড গড়েছে। রুপার দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে ‘শর্ট স্কুইজ’ যোগ হওয়ায় প্রতি আউন্স রুপার দাম ৫২ দশমিক ৫০ মার্কিন ডলার হয়েছে। এটি সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, লন্ডনে তারল্যসংকট বিশ্বব্যাপী রুপার চাহিদা বাড়িয়ে দিয়েছে। ভারতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুপার চাহিদা বৃদ্ধি পাওয়ায় লন্ডনে লেনদেনের জন্য রুপার বারের সরবরাহ কমে গেছে।
রুপার প্রতি বিনিয়োগকারীদের শক্তিশালী আগ্রহ প্রতিফলিত হয়েছে রেকর্ড-ভাঙা ডেটাতে। সেপ্টেম্বরে সিলভার ইটিএফে নিট প্রবাহ সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৩৪১ দশমিক ৬৭ কোটি রুপিতে পৌঁছেছে। এ ছাড়া উৎসবের কারণে গয়না এবং রুপার পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায়ও বাজারে চাপ সৃষ্টি হয়েছে।
আরও খবর পড়ুন:
দেশের কৃষি ও অতিক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) স্বল্প মেয়াদী ঋণ বিতরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক যদি এসব প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ঋণ দেয় তবে তাদের খেলাপিবিহীন ঋণের বিপরীতে মাত্র ১ শতাংশ প্রভিশন রাখতে
৫ ঘণ্টা আগেশুরু হয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস কার্টআপ লিমিটেডের সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘অক্টোবর অফারস’। গতকাল সোমবার (১৩ অক্টোবর) শুরু হওয়া এই আয়োজন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এই অফারে গ্রাহকেরা পাচ্ছেন আকর্ষণীয় ছাড়, ভাউচার ও ক্যাশব্যাকের সুযোগ।
৬ ঘণ্টা আগেভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে গত আগস্টে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এক টাকার বেশি বাড়াতে রাজি হয়নি।
৮ ঘণ্টা আগেভারতের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানিকারকেরা ইউরোপে নতুন ক্রেতা খুঁজছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পুরোনো ক্রেতাদেরও ছাড় দিচ্ছেন তারা। মূলত যুক্তরাষ্ট্রের আরোপিত সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্কের ধাক্কা সামলাতে এই উদ্যোগ নিয়েছেন তারা। এমনটাই জানিয়েছেন শিল্প খাতের উদ্যোক্তারা।
৯ ঘণ্টা আগে