জয়নাল আবেদীন খান, ঢাকা
মোবাইল ফোনের কয়েকটি ট্যাপেই এখন বিদ্যুৎ বিল দেওয়া যায়, গ্রামে মায়ের হাতে টাকা পৌঁছে যায়, শহরের দোকানে কেনাকাটা করা যায়—সবকিছুই সহজ হয়ে গেছে মোবাইল ব্যাংকিংয়ের কারণে। নগদ টাকা হাতে রাখার প্রয়োজন কমে আসছে, ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। টাকা পাঠানো ছাড়াও দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে নানা লেনদেনে মোবাইল ব্যাংকিং এখন জীবনের অংশ হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক বেড়েছে ১ কোটির বেশি, যদিও একই সময় লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক ছিল ২৩ কোটি ৯৩ লাখ। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ২৪ কোটির বেশি, মাত্র এক মাসে নতুন যোগ হয় ১ কোটি ১৪ লাখ গ্রাহক। তবে গ্রাহক বাড়লেও ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে। জানুয়ারিতে যেখানে লেনদেন হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকা, ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৮০ কোটি টাকায়।
লেনদেনের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, ফেব্রুয়ারিতে ক্যাশ ইন বা জমা হয়েছে ৪৫ হাজার ৭২৬ কোটি টাকা, যা জানুয়ারির তুলনায় ৩ হাজার ২৬১ কোটি টাকা কম। একই সময়ে ক্যাশ আউট বা উত্তোলন হয়েছে ৫১ হাজার ২১২ কোটি টাকা, যা জানুয়ারির তুলনায় ৪ হাজার ২৯৫ কোটি টাকা কম। ইউটিলিটি বিল পরিশোধে লেনদেন হয়েছে ২ হাজার ২৬৭ কোটি টাকা, বেতন-ভাতা বিতরণে ৫ হাজার ৭৫ কোটি টাকা এবং মার্চেন্ট পেমেন্ট বা কেনাকাটায় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৩ কোটি টাকা। বিদেশ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসেছে ১ হাজার ২৬৮ কোটি টাকার রেমিট্যান্স।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘আমরা দেশকে ক্যাশলেস সোসাইটিতে রূপান্তর করার লক্ষ্যে কাজ করছি। এ যাত্রায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস একটি বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ এমএফএস ব্যবহার করে অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত হচ্ছেন।’
প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের বিস্তৃতি দ্রুতগতিতে বাড়ছে। গাড়িচালক, নিরাপত্তাকর্মী, গৃহকর্মী থেকে শুরু করে পোশাকশ্রমিকেরাও এখন বেতন-ভাতা গ্রহণ ও নিজ গ্রামে অর্থ পাঠাতে মোবাইল ব্যাংকিং ব্যবহার করছেন। নগদ টাকার ওপর নির্ভরতা কমে আসায় দেশের অর্থনীতিতে গতি এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেন, টাকা লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিং সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। যেকোনো সময়, যেকোনো স্থান থেকে এটি ব্যবহার করা সম্ভব। শুধু লেনদেন নয়, বর্তমানে সঞ্চয়, ঋণ গ্রহণ ও প্রবাসী আয় পাঠানোর মতো পরিষেবাও এমএফএসের আওতায় আসায় এ খাতের সম্ভাবনা আরও বেড়েছে।
২০১০ সালে বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু হয়। পরের বছর ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা শুরু করে, আর একই সময় ব্র্যাক ব্যাংকের সহায়তায় বিকাশ যাত্রা শুরু করে। বর্তমানে বিকাশ, নগদ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ ১৩টি ব্যাংক ও প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। এর মধ্যে বিকাশ এখনো বাজারের সবচেয়ে বড় অংশীদার। নগদ রয়েছে দ্বিতীয় স্থানে।
মোবাইল ফোনের কয়েকটি ট্যাপেই এখন বিদ্যুৎ বিল দেওয়া যায়, গ্রামে মায়ের হাতে টাকা পৌঁছে যায়, শহরের দোকানে কেনাকাটা করা যায়—সবকিছুই সহজ হয়ে গেছে মোবাইল ব্যাংকিংয়ের কারণে। নগদ টাকা হাতে রাখার প্রয়োজন কমে আসছে, ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। টাকা পাঠানো ছাড়াও দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে নানা লেনদেনে মোবাইল ব্যাংকিং এখন জীবনের অংশ হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক বেড়েছে ১ কোটির বেশি, যদিও একই সময় লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক ছিল ২৩ কোটি ৯৩ লাখ। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ২৪ কোটির বেশি, মাত্র এক মাসে নতুন যোগ হয় ১ কোটি ১৪ লাখ গ্রাহক। তবে গ্রাহক বাড়লেও ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে। জানুয়ারিতে যেখানে লেনদেন হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকা, ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৮০ কোটি টাকায়।
লেনদেনের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, ফেব্রুয়ারিতে ক্যাশ ইন বা জমা হয়েছে ৪৫ হাজার ৭২৬ কোটি টাকা, যা জানুয়ারির তুলনায় ৩ হাজার ২৬১ কোটি টাকা কম। একই সময়ে ক্যাশ আউট বা উত্তোলন হয়েছে ৫১ হাজার ২১২ কোটি টাকা, যা জানুয়ারির তুলনায় ৪ হাজার ২৯৫ কোটি টাকা কম। ইউটিলিটি বিল পরিশোধে লেনদেন হয়েছে ২ হাজার ২৬৭ কোটি টাকা, বেতন-ভাতা বিতরণে ৫ হাজার ৭৫ কোটি টাকা এবং মার্চেন্ট পেমেন্ট বা কেনাকাটায় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৩ কোটি টাকা। বিদেশ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসেছে ১ হাজার ২৬৮ কোটি টাকার রেমিট্যান্স।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘আমরা দেশকে ক্যাশলেস সোসাইটিতে রূপান্তর করার লক্ষ্যে কাজ করছি। এ যাত্রায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস একটি বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ এমএফএস ব্যবহার করে অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত হচ্ছেন।’
প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের বিস্তৃতি দ্রুতগতিতে বাড়ছে। গাড়িচালক, নিরাপত্তাকর্মী, গৃহকর্মী থেকে শুরু করে পোশাকশ্রমিকেরাও এখন বেতন-ভাতা গ্রহণ ও নিজ গ্রামে অর্থ পাঠাতে মোবাইল ব্যাংকিং ব্যবহার করছেন। নগদ টাকার ওপর নির্ভরতা কমে আসায় দেশের অর্থনীতিতে গতি এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেন, টাকা লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিং সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। যেকোনো সময়, যেকোনো স্থান থেকে এটি ব্যবহার করা সম্ভব। শুধু লেনদেন নয়, বর্তমানে সঞ্চয়, ঋণ গ্রহণ ও প্রবাসী আয় পাঠানোর মতো পরিষেবাও এমএফএসের আওতায় আসায় এ খাতের সম্ভাবনা আরও বেড়েছে।
২০১০ সালে বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু হয়। পরের বছর ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা শুরু করে, আর একই সময় ব্র্যাক ব্যাংকের সহায়তায় বিকাশ যাত্রা শুরু করে। বর্তমানে বিকাশ, নগদ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ ১৩টি ব্যাংক ও প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। এর মধ্যে বিকাশ এখনো বাজারের সবচেয়ে বড় অংশীদার। নগদ রয়েছে দ্বিতীয় স্থানে।
বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর ফলে দেশে ব্যবসায়িক পরিবেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা (এসএমই) বলছেন, আইনশৃঙ্খলার অবনতি, ব্যবসায়িক হয়রানি...
১৭ ঘণ্টা আগেজমে উঠেছে বিজিএমইএ নির্বাচন। আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। এ উপলক্ষে গতকাল শনিবার উত্তরার কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রধান প্যানেল—‘সম্মিলিত পরিষদ’ ও ‘সম্মিলিত ফোরাম’-এর প্রার্থীরা।
১৭ ঘণ্টা আগেকর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে শুক্রবার (২৫ এপ্রিল) বান্দরবানে ‘ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আরও জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’ (TICK AMX13)। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং অল-ইন-ওয়ান স্মার্ট ফিচারের ব্যতিক্রমী সংমিশ্রণে তৈরি এই স্মার্টওয়াচটি দেশের...
১৯ ঘণ্টা আগে