Ajker Patrika

গাজীপুরে পোশাক শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের ‘পিমার্ট ভরসা স্টোর’ চালু

আজকের পত্রিকা ডেস্ক
গাজীপুরে পোশাক শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের ‘পিমার্ট ভরসা স্টোর’ চালু

চলমান করোনা মহামারির মধ্যে পোশাক শ্রমিকদের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করতে গাজীপুরে চালু হয়েছে ‘পিমার্ট ভরসা স্টোর’। শিল্পগ্রুপ মাহমুদ গ্রুপের প্রায় ১৫,০০০ পোশাক শ্রমিকদের জন্য এই দোকানটি চালু করেছে প্রিফিক্স লিমিটেড এর সহায়ক প্রতিষ্ঠান পিমার্ট। এই স্টোর থেকে পণ্য ক্রয়ে শ্রমিকেরা সর্বোচ্চ ১০ শতাংশ মূল্য ছাড় পাবেন। পিমার্টের লক্ষ্য ন্যায্যমূল্যের এই চেইন শপটি ধীরে ধীরে বাংলাদেশের অন্যান্য সকল শিল্পপ্রতিষ্ঠানে প্রসার ঘটানো।

করোনাকালীন সময়ে বাইরে চলাচল করা এবং পরিবারের জন্যে প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য পর্যাপ্ত সময় বের করতে পারেন না পোশাক শ্রমিকেরা। আবার সরকার এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করে দিয়েছে। এ ছাড়া বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি নিম্ন-মধ্যম আয়ের কর্মক্ষম জনসাধারণের ওপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানসম্পন্ন ও নিরাপদ খাবারের পাশাপাশি সুলভমূল্যে পণ্য প্রাপ্তির দোকান পাওয়াও পোশাক শ্রমিকদের জন্য দুরূহ হয়ে উঠেছে।

উদ্যোগের বিষয়ে পিমার্ট-এর সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাত ইয়াসিন বলেন, ‘মহামারির মধ্যে সহজলভ্যতা ও ক্রয়ক্ষমতা বিবেচনায় পোশাক শ্রমিকদের মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্মত পণ্য ক্রয় বেশ দুরূহ হয়ে উঠেছে। তাই আমরা আমাদের পরিকল্পনা নিয়ে বেশ কিছু বৃহৎ এবং মাঝারি নিত্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি। প্রথমেই আমরা স্বনামধন্য মাহমুদ গ্রুপের কর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তা এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ন্যায্যমূল্যের দোকান ‘‘পিমার্ট ভরসা স্টোর’’ চালু করেছি। এই পরিসরে সাফল্য বিবেচনা করে শিগগিরই অন্যান্য শিল্প-কারখানায়ও এই উদ্যোগ চালু করার পরিকল্পনা আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিজস্ব ইআরপি সফটওয়্যার কারখানার স্থায়ী কর্মীদের পণ্য ক্রয়ে ক্রেডিট সুবিধা পেতে সহায়তা করবে। অর্থাৎ ইআরপি সিস্টেম প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করবে। ফলে ক্রেতার পণ্য ক্রয় করার সময় সঙ্গে সঙ্গে মূল্য পরিশোধ করা বাধ্যতামূলক থাকবে না। মূল্য পরিশোধের এই সমন্বয়টুকু পরবর্তী মাসে উক্ত কর্মীর বেতন থেকে করা হবে। পণ্য ক্রয়ে এই ক্রেডিট সীমা এমনভাবেই নির্ধারণ করা হবে যা একজন ক্রেতার (প্রতিষ্ঠানের কর্মী) ক্রয়ক্ষমতার বাইরে যাতে না যায়।’

উদ্যোগের বিষয়ে মাহমুদ গ্রুপের পরিচালক রাফি মাহমুদ বলেন, ‘করোনা মহামারির মধ্যেও সরকারের সতর্কতামূলক নির্দেশনা মেনে রপ্তানিমুখী টেক্সটাইল এবং তৈরি পোশাক খাতের কারখানাগুলো চালু আছে। আমরা বিশ্বাস করি, পিমার্ট ভরসা স্টোর আমাদের কারখানাগুলোকে কোভিড-১৯ এর ভয়াবহতা থেকে সুরক্ষা দেবে। পিমার্ট কর্তৃপক্ষ বিভিন্ন নামি ব্র্যান্ডের পণ্যের সমাহার আমাদের কারখানা প্রাঙ্গণে তাদের ভরসা স্টোরের মাধ্যমে হাজির করেছে। যেখান থেকে আমাদের শ্রমিকেরা সুলভ মূল্যে তাদের কাঙ্ক্ষিত পণ্যটি তাদের সুবিধাজনক সময়ে কিনতে সক্ষম হবেন। ফলে তাদের সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত