Ajker Patrika

চিনির দাম কেজিতে বাড়ল ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬: ১৫
চিনির দাম কেজিতে বাড়ল ৫ টাকা

চিনির দাম কেজি প্রতি পাঁচ টাকা বাড়িয়েছে আমদানিকারক ও মিল-মালিক প্রতিষ্ঠানগুলো। দাম বাড়ানোর বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লিখিতভাবে অবগত করেছেন তাঁরা।

দাম বাড়িয়ে প্রতি কেজি খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেট চিনি ১১২ টাকা করা হয়েছে। আগে ছিল প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৭ টাকা। 

মূল্যবৃদ্ধির বিষয়ে আমদানিকারক ও পরিশোধন মিল মালিকেরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার, উৎপাদন খরচ বেশি হওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ দামে চিনি বিক্রি করা হবে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন চিনির দাম কেজি প্রতি ১৪ টাকা বাড়িয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত