Ajker Patrika

রপ্তানি হচ্ছে, ডলার ফিরছে না— কারণ খুঁজবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২৩: ২৮
রপ্তানি হচ্ছে, ডলার ফিরছে না— কারণ খুঁজবে এফবিসিসিআই

রপ্তানিকারকদের দেশে ডলার আনার সমস্যা কাটাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। কেন ডলার ঠিকমতো দেশে আসছে না, কারা এ কাজে জড়িত—এসব খুঁজে বের করে যাচাই বাছাই করে বাংলাদেশ ব্যাংককে জানাবে সংগঠনটি। 

রপ্তানির তথ্যে গরমিলের কারণ খুঁজতে এফবিসিসিআই দেশের শীর্ষ রপ্তানিকারক সংগঠনগুলোর নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, বৈঠকে সংগঠনের সদস্যদের রপ্তানির কী পরিমাণ টাকা আটকে আছে, তা জানতে চাওয়া হয়। 

সম্প্রতি অভিযোগ উঠেছে, রপ্তানিকারকেরা বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশে ফেরত আনছেন না। তথ্য বলছে, এ পর্যন্ত রপ্তানির বিপরীতে প্রায় ১০ বিলিয়ন ডলার ফিরে আসেনি। 

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংগঠনগুলো শিগগিরই এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে এফবিসিসিআইকে জানাবে এবং এরপর এফবিসিসিআই তা বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানাবে। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, ২০২২–২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি হয়েছে ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের পণ্য। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আলোচ্য সময়ে যে প্রসিড রিয়েলাইজ হয়েছে, তাতে পার্থক্য প্রায় ১০ বিলিয়ন ডলার। এত বড় ঘাটতির পেছনে অভিযোগ রপ্তানিকারকদের দিকে। 

ওই সভায় পোশাক রপ্তানিকারকদের অপর সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন—বিজিএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন–বিটিএমএ নেতারাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত