Ajker Patrika

আরও ৫০ হাজার টন গম কিনতে দরপত্র দিল বাংলাদেশ

আরও ৫০ হাজার টন গম কিনতে দরপত্র দিল বাংলাদেশ

ইউরোপ থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন কিনতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দ্বিতীয় দফায় দরপত্রও দিয়েছে। ইউরোপীয় বিক্রেতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

দ্বিতীয় দফায় দরপত্র জমা দেওয়া শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, আগামী ১৩ আগস্ট। 

এর আগে, বাংলাদেশ জুলাই মাসের মাঝামাঝি ৫০ হাজার টন গম কেনার জন্য দরপত্র আহ্বান করে। সেই দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় ১ আগস্ট।

দরপত্রে দরদাতাদের ‘সিআইএফ লাইনার আউট’ অর্থাৎ দ্রব্যের মূল্য, ইনস্যুরেন্স এবং পরিবহন তথা শিপিং ব্যয় অন্তর্ভুক্ত করে দরপত্র জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে। দরপত্রে আরও বলা হয়েছে, দরপত্র গৃহীত হওয়ার পর অর্থাৎ চুক্তি স্বাক্ষরের পর ৪০ দিনের মধ্যে শিপমেন্ট শুরু করতে হবে বলে শর্ত আরোপ করা হয় দরপত্রে। 

দরপত্রে আরও একটি শর্ত আরোপ করা হয়েছে, ইসরায়েল বাদে বিশ্বের যেকোনো দেশ থেকে গম সংগ্রহ করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত