Ajker Patrika

ব্যাংকঋণে কড়াকড়ি

পরিচালকদের ১ কোটির বেশি ঋণে লাগবে অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

ব্যাংকের পরিচালকদের বেনামি ও স্বার্থসংশ্লিষ্ট ঋণ বন্ধে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় বলা হয়েছে, এখন থেকে কোনো পরিচালক ৫০ লাখ টাকার বেশি প্রত্যক্ষ ঋণ নিতে চাইলে তাঁকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে। একই সঙ্গে ১ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রেও অনুমতি বাধ্যতামূলক।

গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এসব বিধিনিষেধের কথা জানানো হয়। এতে বলা হয়, কোনো ব্যাংকের পরিচালক ওই ব্যাংকের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি ঋণ নিতে পারবেন না। পাশাপাশি কোনো ব্যাংক তার টিয়ার-১ মূলধনের ১০ শতাংশের বেশি ঋণ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে (পরিচালক বা তাঁদের স্বার্থসংশ্লিষ্ট হলে) দিতে পারবে না। সীমা অতিক্রমের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও পরিচালনা পর্ষদকে জানাতে হবে এবং সংশোধনের জন্য একটি কর্মপরিকল্পনা জমা দিতে হবে। অতিরিক্ত ঋণ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়া এসব ঋণ নবায়ন বা পরিবর্তন করা যাবে না।

নতুন নির্দেশনায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্যাংকগুলো তাদের বা তাদের নিয়ন্ত্রণাধীন কোনো প্রতিষ্ঠানকে জামানতবিহীন ঋণ বা অগ্রিম দিতে পারবে না। এমডি-সিইওরা চুক্তিভিত্তিক কর্মকর্তা হওয়ায় তাঁরা কর্মচারী ঋণ প্রকল্পের আওতায় পড়বেন না। তবে বিদেশি ব্যাংকের দেশীয় প্রধানেরা নিজ নিজ প্রতিষ্ঠানের বৈশ্বিক নীতিমালা অনুসরণ করতে পারবেন। এমডি ও সিইওদের নামে ক্রেডিট কার্ড ইস্যু করা গেলেও তা ইস্যুর অন্তত সাত কার্যদিবস আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। তাদের ঋণের সুদ বা মুনাফা মওকুফ করতেও প্রয়োজন হবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংক পরিচালকদের বেনামি ও স্বার্থসংশ্লিষ্ট ঋণ নিয়ন্ত্রণে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। ঋণ মঞ্জুরি ও সুদ মওকুফের ক্ষেত্রে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত