জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। মূলত, দেশটি কি পরিমাণ তেল উৎপাদন করবে সেই কোটা নির্ধারণের বিষয়টি নিয়ে জোটের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ওপেক ছাড়ছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার অ্যাঙ্গোলার মন্ত্রিসভার বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট বিষয়টির অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করে দেশটির খনিজ সম্পদ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ডিয়ামান্টিনো অ্যাজেভেডো বৈঠকের পর বলেন, ‘আমরা মনে করি, এই সময়ে জোটে থাকা অ্যাঙ্গোলার জন্য লাভজনক নয়। তাই আমরা জোট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অ্যাঙ্গোলার দেশটির খনিজ সম্পদ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি ওপেকে থেকে যেতে বাধ্য হই...তাহলে অ্যাঙ্গোলার তেল উৎপাদন কমাতেই হবে এবং এটি আমাদের নীতির বাইরে।’ এ সময় তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি।’
নাইজেরিয়া ও অ্যাঙ্গোলা আফ্রিকার শীর্ষ দুই তেল উৎপাদনকারী দেশ। ওপেক দেশ দুটোকে জ্বালানি তেল উৎপাদন কমানোর অনুরোধ করায় বেশ নাখোশ হয় নাইজেরিয়া ও অ্যাঙ্গোলা। কারণ, এই দেশ দুটির বিদেশি মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎসই এই জ্বালানি তেলের খাত।
অ্যাঙ্গোলা এমন এক সময়ে ওপেক ছাড়ার ঘোষণা দিল, যার মাত্র এক মাস আগেও ওপেকের ১৩ সদস্য দেশ ও আরও ১০ তেল উৎপাদনকারী দেশ ২০২৪ সালে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অ্যাঙ্গোলা বর্তমানে দৈনিক ১১ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। যেখানে ওপেক জোট সম্মিলিতভাবে উৎপাদন করে ৩ কোটি ব্যারেল।
এদিকে, অ্যাঙ্গোলার ওপেক ছাড়ার পরপরই আবারও তেলের বাজারে ধস নেমেছে। ইউরোপের বাজারে স্থানীয় সময় আজ শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলার কমেছে। এই অবস্থায় নতুন দাম দাঁড়িয়েছে ৭৮ ডলার ৫০ পয়সায়।
অ্যাঙ্গোলার বিশাল খনিজ ও পেট্রোলিয়াম মজুত রয়েছে এবং দেশটির অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত অসম। কারণ এর তেল সম্পদের বেশির ভাগই কাবিন্দা নামক প্রদেশে রয়েছে। যেখানে বিগত কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী সংঘাত চলছে। উল্লেখ্য, অ্যাঙ্গোলা বিগত ১৬ বছর ধরে ওপেকের সদস্য ছিল। এর আগে ইকুয়েডর, ইন্দোনেশিয়া ও কাতার ওপেক ছেড়ে বেরিয়ে এসেছে।
জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। মূলত, দেশটি কি পরিমাণ তেল উৎপাদন করবে সেই কোটা নির্ধারণের বিষয়টি নিয়ে জোটের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ওপেক ছাড়ছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার অ্যাঙ্গোলার মন্ত্রিসভার বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট বিষয়টির অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করে দেশটির খনিজ সম্পদ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ডিয়ামান্টিনো অ্যাজেভেডো বৈঠকের পর বলেন, ‘আমরা মনে করি, এই সময়ে জোটে থাকা অ্যাঙ্গোলার জন্য লাভজনক নয়। তাই আমরা জোট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অ্যাঙ্গোলার দেশটির খনিজ সম্পদ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি ওপেকে থেকে যেতে বাধ্য হই...তাহলে অ্যাঙ্গোলার তেল উৎপাদন কমাতেই হবে এবং এটি আমাদের নীতির বাইরে।’ এ সময় তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি।’
নাইজেরিয়া ও অ্যাঙ্গোলা আফ্রিকার শীর্ষ দুই তেল উৎপাদনকারী দেশ। ওপেক দেশ দুটোকে জ্বালানি তেল উৎপাদন কমানোর অনুরোধ করায় বেশ নাখোশ হয় নাইজেরিয়া ও অ্যাঙ্গোলা। কারণ, এই দেশ দুটির বিদেশি মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎসই এই জ্বালানি তেলের খাত।
অ্যাঙ্গোলা এমন এক সময়ে ওপেক ছাড়ার ঘোষণা দিল, যার মাত্র এক মাস আগেও ওপেকের ১৩ সদস্য দেশ ও আরও ১০ তেল উৎপাদনকারী দেশ ২০২৪ সালে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অ্যাঙ্গোলা বর্তমানে দৈনিক ১১ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। যেখানে ওপেক জোট সম্মিলিতভাবে উৎপাদন করে ৩ কোটি ব্যারেল।
এদিকে, অ্যাঙ্গোলার ওপেক ছাড়ার পরপরই আবারও তেলের বাজারে ধস নেমেছে। ইউরোপের বাজারে স্থানীয় সময় আজ শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলার কমেছে। এই অবস্থায় নতুন দাম দাঁড়িয়েছে ৭৮ ডলার ৫০ পয়সায়।
অ্যাঙ্গোলার বিশাল খনিজ ও পেট্রোলিয়াম মজুত রয়েছে এবং দেশটির অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত অসম। কারণ এর তেল সম্পদের বেশির ভাগই কাবিন্দা নামক প্রদেশে রয়েছে। যেখানে বিগত কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী সংঘাত চলছে। উল্লেখ্য, অ্যাঙ্গোলা বিগত ১৬ বছর ধরে ওপেকের সদস্য ছিল। এর আগে ইকুয়েডর, ইন্দোনেশিয়া ও কাতার ওপেক ছেড়ে বেরিয়ে এসেছে।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৪ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৪ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৫ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৫ ঘণ্টা আগে