Ajker Patrika

গালফ এয়ারের সঙ্গে বিমানের কোড শেয়ার চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৫: ২১
গালফ এয়ারের সঙ্গে বিমানের কোড শেয়ার চুক্তি সই

বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি সই করেছে। গতকাল বুধবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওয়েব প্ল্যাটফর্মে ভার্চ্যুয়ালি উপস্থিতির মাধ্যমে এ চুক্তি সই হয়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

বিমানের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ও গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি কোড শেয়ার চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের সময় বলাকায় গালফ এয়ারের বাংলাদেশ প্রতিনিধিও উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে ও যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

 
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিট বিক্রিসহ অন্যান্য ক্ষেত্রে উভয় এয়ারলাইনস একে অপরকে সহযোগিতা করবে। বিমান ও গালফ এয়ারের সম্মানিত যাত্রীগণ ঢাকা-বাহরাইনের পাশাপাশি, উভয় দেশের অভ্যন্তরীণ রুটেও সহজে যাতায়াত করতে পারবেন যা পারস্পরিক সংযোগ বৃদ্ধি করবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি উভয় এয়ারলাইনসের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি সম্মানিত যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্ধনকে শক্তিশালী করবে।

গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি বলেন, ‘দক্ষিণ এশিয়ার স্বনামধন্য জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর ফলে আমাদের নেটওয়ার্ক হবে সম্প্রসারিত এবং যাত্রীরা উপভোগ করবেন স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ।’

কোড শেয়ার চুক্তির মাধ্যমে এয়ারলাইনস দুটির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় হবে এবং এর ফলে উভয় এয়ারলাইনস সুবিধা পাবে। সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে উভয় এয়ারলাইনসই প্রতিশ্রুতিবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত