Ajker Patrika

ইভ্যালিকে আর সময় নয়, দায়িত্বও নেবে না বাণিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১: ৩২
ইভ্যালিকে আর সময় নয়, দায়িত্বও নেবে না বাণিজ্য মন্ত্রণালয়

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে আর সময় দেবে না বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালির দায়িত্বও আর নেবেন না তাঁরা। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।

আজ মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স বিষয়ক এক সভা শেষে এ কথা জানান ডিজিটাল ই-কমার্সের প্রধান, মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান।

সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে ইভ্যালি ইস্যুতে আইনি পদক্ষেপে গেলেও পরবর্তীতে ই-অরেঞ্জ, ধামাকা, বুম বুম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, আদিয়ান মার্ট, নেট ডট কম এবং আলেশা মার্টের বিষয়ে একই পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। 

ইভ্যালির বিষয়ে হাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে আগাম টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাঁরা সেটা করতে পারেননি। মার্চেন্টের পাওনাও তাঁরা পরিশোধ করেননি। এছাড়া তিন দফায় মন্ত্রণালয় ইভ্যালির কাছ থেকে আর্থিক বিবরণী সংক্রান্ত যে তথ্য চেয়েছে, তার জবাব তাঁরা দিয়েছেন। কিন্তু ইভ্যালির দেওয়া জবাব এবং মন্ত্রণালয়ের হাতে থাকা তথ্য-উপাত্ত মিলছে না। 

ইভ্যালি ভুল তথ্য দিয়েছে জানিয়ে হাফিজুর রহমান বলেন, এটা এক ধরনের প্রতারণা। ইভ্যালির টাকা কোথায় গেছে, সেটা জানা যায়নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে আগেও চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করছে। ইভ্যালি ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয় আর সময় নিতে চায় না। এ বিষয়ে ই-কমার্স বিষয়ক কমিটির সুপারিশ অনুযায়ী আইনি পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে। 

ই-কমার্স বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকটিতে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ই-ক্যাব প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ে নিযুক্ত ব্যবসা বিষয়ক বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিব উল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত