নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের তৈরি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিজিএমইএর জনসংযোগ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সাক্ষাৎকালে তাঁরা ব্রাজিল ও বাংলাদেশ কীভাবে সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে পারস্পরিক বাণিজ্য সুবিধা লাভ করতে পারে, তা নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন দিক বিশেষত পণ্যের বৈচিত্র্য ও বাজার বহুমুখীকরণ এবং পণ্যের মানোন্নয়নে উদ্ভাবনী সক্ষমতার বিকাশসহ শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত করেন। এ সময় বাংলাদেশি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের বিষয়ে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ফারুক হাসান বলেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের জন্য ব্রাজিল থেকে আমরা আরও বেশি পরিমাণে তুলা আমদানি করতে আগ্রহী। এ ব্যাপারে রাষ্ট্রদূতকে সহযোগিতার অনুরোধ জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ভ্যালু-অ্যাডেড পোশাক পণ্যের নকশা (ডিজাইন) উন্নয়নে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্রাজিলের সহযোগিতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি বলেন, ব্রাজিলের রয়েছে বিপুলসংখ্যক ডিজাইনার ও বিশেষজ্ঞ এবং আমাদের রয়েছে বিপুল উৎপাদন ক্ষমতা। বাংলাদেশ ও ব্রাজিল একসঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পে নকশা তৈরিতে দক্ষতা বিকাশের কাজ করলে ভ্যালু-অ্যাডেড পোশাক তৈরির মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রপ্তানি করতে পারে, যা উভয় দেশের জন্য লাভজনক।
দেশের তৈরি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিজিএমইএর জনসংযোগ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সাক্ষাৎকালে তাঁরা ব্রাজিল ও বাংলাদেশ কীভাবে সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে পারস্পরিক বাণিজ্য সুবিধা লাভ করতে পারে, তা নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন দিক বিশেষত পণ্যের বৈচিত্র্য ও বাজার বহুমুখীকরণ এবং পণ্যের মানোন্নয়নে উদ্ভাবনী সক্ষমতার বিকাশসহ শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত করেন। এ সময় বাংলাদেশি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের বিষয়ে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ফারুক হাসান বলেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের জন্য ব্রাজিল থেকে আমরা আরও বেশি পরিমাণে তুলা আমদানি করতে আগ্রহী। এ ব্যাপারে রাষ্ট্রদূতকে সহযোগিতার অনুরোধ জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ভ্যালু-অ্যাডেড পোশাক পণ্যের নকশা (ডিজাইন) উন্নয়নে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্রাজিলের সহযোগিতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি বলেন, ব্রাজিলের রয়েছে বিপুলসংখ্যক ডিজাইনার ও বিশেষজ্ঞ এবং আমাদের রয়েছে বিপুল উৎপাদন ক্ষমতা। বাংলাদেশ ও ব্রাজিল একসঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পে নকশা তৈরিতে দক্ষতা বিকাশের কাজ করলে ভ্যালু-অ্যাডেড পোশাক তৈরির মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রপ্তানি করতে পারে, যা উভয় দেশের জন্য লাভজনক।
রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে ঘোষিত নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে ভারতের বৃহত্তম তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই তেল শোধনাগারটি পরিচালনা করে নায়ারা এনার্জি লিমিটেড, যার মালিকানার বড় একটি অংশ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসনেফটের।
৪ ঘণ্টা আগেরপ্তানি পণ্যে আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের। এই আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের দিকগুলো বড় আকারে সামনে এলেও বিষয়টিকে দেশটি ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চাপ তৈরির একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে পর্যবেক্ষণ সরকারি ও বেসরকারি বিশ্লেষকদের।
৪ ঘণ্টা আগেটানা ৯ বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। রাজস্ব আদায়ে প্রতিবছর কিছুটা প্রবৃদ্ধি থাকলেও তা পূর্বনির্ধারিত লক্ষ্য থেকে পিছিয়ে থাকছে। প্রস্তাবিত ও সংশোধিত, উভয় লক্ষ্যেই তৈরি হচ্ছে বড় ফারাক। ২০১৫-১৬ অর্থবছরের পর থেকে কোনো বছরই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি...
১ দিন আগে১১ বছরের সফল যাত্রা সম্পন্ন করল ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থা গতকাল বৃহস্পতিবার ১২ বছরে পা রাখল। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা ইউএস-বাংলা আজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে বাংলাদেশের আকাশে একটি নির্ভরতার নাম হয়ে উঠেছে।
১ দিন আগে