Ajker Patrika

তেজি ডলারের চাপে সোনার দর

তেজি ডলারের চাপে সোনার দর

ডলারের অবস্থান জোরালো হওয়ায় বিশ্ববাজারে আজ সোমবার সোনার দাম কমেছে। তার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুদের হার বাড়ানোর প্রত্যাশা এই হলুদ ধাতুকে আরও চাপে রেখেছে।

গত সপ্তাহে ১ দশমিক ৬ শতাংশ বাড়ার পর সোমবার স্পট মার্কেটে আউন্সপ্রতি সোনার দাম দশমিক ৬ শতাংশ দাম কমে ১ হাজার ৭৯১ ডলারে নেমেছ। আর ফিউচার মার্কেটে সোনার দাম দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৮০৭ ডলারে অবস্থান করছিল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর বিপরীতে দশমিক ২ শতাংশ দাম বৃদ্ধিতে ডলার আগের ক্ষতি পুষিয়ে ওঠার পর অন্য মুদ্রা দিয়ে সোনা কেনা আরও ব্যয়বহুল হয়েছে। এসিওয়াই সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ ক্লিফোর্ড বেনেট বলেন, ‘দাম আবারও ২ হাজার ডলারের দিকে ওঠার আগে এক বা দুই সপ্তাহ সোনার অবস্থান কিছুটা সংহত থাকবে বলেই মনে হয়। আবাসন খাতের ক্ষতি পুষিয়ে নিতে এ সময় কেউ কেউ সোনা থেকে লাভ করতেও চাইবেন।’

এর মধ্যে সোনার দর ১ হাজার ৭৬০ ডলারে নামতে পারে, যা দীর্ঘ মেয়াদি ক্রয়ের চমৎকার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করেন ক্লিফোর্ড বেনেট। এদিকে রিচমন্ড ফেড ব্যাংকের প্রেসিডেন্ট থমাস বারকিন শুক্রবার বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার আরও বাড়াতে চান তিনি। সুদের হার নিয়ে আরও জানতে আসছে বুধবার মুদ্রানীতির সর্বশেষ বৈঠকের ওপর নজর থাকবে বিনিয়োগকারীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

এলাকার খবর
Loading...