Ajker Patrika

জ্বালানি তেলের দামে পতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি তেলের দামে পতন

চীনে চাহিদা কমায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩৭ লাখ ব্যারেল কম অপরিশোধিত তেল উত্তোলন হয়েছে। 

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে চীন। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ায় সেখানে তেলের চাহিদা কম। সম্প্রতি দেশটিতে তেলের চাহিদা কমে যাওয়ায় দামে এ প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। 

তথ্য বলছে, আগামী সেপ্টেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমিয়ে ধরা হয়েছে ৮১ ডলার ১২ সেন্ট। 

এ ছাড়া, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমিয়ে ৭৬ ডলার ৯৮ সেন্ট ধরা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন আরও জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩৭ লাখ ব্যারেল কম অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছে। দেশটিতে গ্যাসোলিনের মজুত ৫৬ লাখ ব্যারেল কমেছে। ডিসটিলেটের মজুত কমেছে ২৮ লাখ ব্যারেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত