সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। কেরোসিন ও ডিজেলের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা কমেছে। এই দাম ১ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
আজ শনিবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৬ দশমিক ৭৫ টাকা লিটার হতে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা লিটার করা হয়েছে।
এ ছাড়া পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা লিটার করা হয়েছে এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।’
প্রসঙ্গত, চলতি বছর থেকে সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে তেলের দাম হয় বাড়াচ্ছে, না হয় কমাচ্ছে।
সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। কেরোসিন ও ডিজেলের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা কমেছে। এই দাম ১ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
আজ শনিবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৬ দশমিক ৭৫ টাকা লিটার হতে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা লিটার করা হয়েছে।
এ ছাড়া পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা লিটার করা হয়েছে এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।’
প্রসঙ্গত, চলতি বছর থেকে সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে তেলের দাম হয় বাড়াচ্ছে, না হয় কমাচ্ছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সুমিত পোদ্দার। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ
৫ ঘণ্টা আগেদেশের আমদানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অসংগতিপূর্ণ বা ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে নির্ধারিত পণ্যের বিল পরিশোধ করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ত্রুটিপূর্ণ আমদানি বিল গ্রহণে সংশ্লিষ্ট আমদানি পণ্যে কোনোরূপ পরিবর্তন করার সুযোগ থাকবে না। আর অসংগতি
৫ ঘণ্টা আগেমাত্র ১ মাস ১৯ দিনে ৫০০ কোটি ডলার বা ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মার্চ মাসে তাঁরা ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আর চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)
৬ ঘণ্টা আগে