আসাদুজ্জামান নূর, ঢাকা
আইএমএফ থেকে চতুর্থ কিস্তির ঋণ পেতে হলে বড় অঙ্কের রাজস্ব আদায়ের কঠিন লক্ষ্য পূরণ করতে হবে বাংলাদেশকে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর চাপানো হয়েছে তিন মাসে প্রায় ২ লাখ কোটি টাকা এবং আগামী অর্থবছর থেকে অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের শর্ত। কিন্তু এনবিআর বলছে, দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় এই চাপ সামলানো কার্যত অসম্ভব।
এই প্রেক্ষাপটে আজ বুধবার আইএমএফের সঙ্গে আবার বসছে এনবিআর। আলোচনার কেন্দ্রে থাকবে—এই শর্ত কিছুটা হলেও লঘু করা যায় কি না। এর আগে সোমবারের বৈঠকে এনবিআর জানিয়েছে, যে হারে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনের জন্য সময় যেমন অপ্রতুল, তেমনি নীতিগত কাঠামোতেও রয়েছে সীমাবদ্ধতা।
এনবিআর চেয়ারম্যানের মতে, দেশের কর-জিডিপি অনুপাত বর্তমানে ৭ দশমিক ৪ শতাংশ, যা আইএমএফের শর্ত অনুযায়ী চলতি অর্থবছরের মধ্যে ৭ দশমিক ৯ শতাংশে উন্নীত করতে হবে। এর জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা। তবে মার্চ পর্যন্ত আদায় হয়েছে ২ লাখ ৫২ হাজার কোটি টাকা; যার ফলে ২ লাখ ৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে এবং তা আদায়ে হাতে আছে মাত্র তিন মাস সময়।
আইএমএফের শর্ত অনুযায়ী, পরবর্তী অর্থবছরে ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের জন্য নীতিগত সংস্কার ও করছাড় প্রত্যাহারের উদ্যোগ নিতে বলা হয়েছে। তবে এনবিআর স্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। সোমবারের বৈঠকে এনবিআর ‘অসম্ভব’ উল্লেখ করে শর্ত হালকা করার প্রস্তাব দিলে আইএমএফ তা নাকচ করে দেয়।
এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম এ বিষয়ে বলেন, ‘আইএমএফ আমাদের রাজনৈতিক বাস্তবতা জানলেও তারা বাংলাদেশের সক্ষমতা নিয়ে বিশ্বাসী। তাই তাদের শর্তে কোনো পরিবর্তন আসেনি। চলতি অর্থবছরে শূন্য দশমিক ৫ শতাংশ কর-জিডিপি বাড়াতে ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতেই হবে।’
২০২৩ সালে অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন পায় আইএমএফ থেকে। এর মধ্যে তিনটি কিস্তিতে প্রায় ২২১ কোটি ডলার ছাড় হয়েছে। জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের আশা রয়েছে।
আইএমএফের এই ঋণের বিপরীতে রাজস্ব ও আর্থিক খাতের সংস্কারসহ অভ্যন্তরীণ অর্থ ব্যবস্থাপনা জোরদারের শর্ত রয়েছে। এসব শর্ত পূরণের অগ্রগতি খতিয়ে দেখতে প্রতি কিস্তির আগে সংস্থার প্রতিনিধিদল ঢাকা সফর করে। এবারও ১১ সদস্যের একটি দল এসেছে, যা ১৭ এপ্রিল পর্যন্ত দফায় দফায় বৈঠক করবে।
সোমবারের বৈঠকে এক কর্মকর্তা জানান, ‘আইএমএফ আগামী বছরে ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পথ জানতে চেয়েছে। আমরা বলেছি, এটি বাস্তবসম্মত নয় এবং শর্ত কমানোর অনুরোধ করেছি, কিন্তু তারা রাজি হয়নি।’
আজ বুধবার আইএমএফ এনবিআরের তিন অনুবিভাগের সঙ্গে পুনরায় বৈঠক করবে। কর্মকর্তারা মনে করছেন, কার্যকর আলোচনা না হলে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে জটিলতা হতে পারে। তাই শর্ত শিথিলের জন্য এনবিআর সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
এনবিআরের ভ্যাট বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের পূর্বশর্ত অনুযায়ী বেশ কিছু উদ্যোগ নিয়েছিলাম, যার ফলেও বাড়তি রাজস্ব এসেছে। আমরা সেগুলো তুলে ধরেই আজ শর্ত শিথিলের দাবি জানাব।’
আরও খবর পড়ুন:
আইএমএফ থেকে চতুর্থ কিস্তির ঋণ পেতে হলে বড় অঙ্কের রাজস্ব আদায়ের কঠিন লক্ষ্য পূরণ করতে হবে বাংলাদেশকে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর চাপানো হয়েছে তিন মাসে প্রায় ২ লাখ কোটি টাকা এবং আগামী অর্থবছর থেকে অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের শর্ত। কিন্তু এনবিআর বলছে, দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় এই চাপ সামলানো কার্যত অসম্ভব।
এই প্রেক্ষাপটে আজ বুধবার আইএমএফের সঙ্গে আবার বসছে এনবিআর। আলোচনার কেন্দ্রে থাকবে—এই শর্ত কিছুটা হলেও লঘু করা যায় কি না। এর আগে সোমবারের বৈঠকে এনবিআর জানিয়েছে, যে হারে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনের জন্য সময় যেমন অপ্রতুল, তেমনি নীতিগত কাঠামোতেও রয়েছে সীমাবদ্ধতা।
এনবিআর চেয়ারম্যানের মতে, দেশের কর-জিডিপি অনুপাত বর্তমানে ৭ দশমিক ৪ শতাংশ, যা আইএমএফের শর্ত অনুযায়ী চলতি অর্থবছরের মধ্যে ৭ দশমিক ৯ শতাংশে উন্নীত করতে হবে। এর জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা। তবে মার্চ পর্যন্ত আদায় হয়েছে ২ লাখ ৫২ হাজার কোটি টাকা; যার ফলে ২ লাখ ৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে এবং তা আদায়ে হাতে আছে মাত্র তিন মাস সময়।
আইএমএফের শর্ত অনুযায়ী, পরবর্তী অর্থবছরে ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের জন্য নীতিগত সংস্কার ও করছাড় প্রত্যাহারের উদ্যোগ নিতে বলা হয়েছে। তবে এনবিআর স্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। সোমবারের বৈঠকে এনবিআর ‘অসম্ভব’ উল্লেখ করে শর্ত হালকা করার প্রস্তাব দিলে আইএমএফ তা নাকচ করে দেয়।
এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম এ বিষয়ে বলেন, ‘আইএমএফ আমাদের রাজনৈতিক বাস্তবতা জানলেও তারা বাংলাদেশের সক্ষমতা নিয়ে বিশ্বাসী। তাই তাদের শর্তে কোনো পরিবর্তন আসেনি। চলতি অর্থবছরে শূন্য দশমিক ৫ শতাংশ কর-জিডিপি বাড়াতে ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতেই হবে।’
২০২৩ সালে অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন পায় আইএমএফ থেকে। এর মধ্যে তিনটি কিস্তিতে প্রায় ২২১ কোটি ডলার ছাড় হয়েছে। জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের আশা রয়েছে।
আইএমএফের এই ঋণের বিপরীতে রাজস্ব ও আর্থিক খাতের সংস্কারসহ অভ্যন্তরীণ অর্থ ব্যবস্থাপনা জোরদারের শর্ত রয়েছে। এসব শর্ত পূরণের অগ্রগতি খতিয়ে দেখতে প্রতি কিস্তির আগে সংস্থার প্রতিনিধিদল ঢাকা সফর করে। এবারও ১১ সদস্যের একটি দল এসেছে, যা ১৭ এপ্রিল পর্যন্ত দফায় দফায় বৈঠক করবে।
সোমবারের বৈঠকে এক কর্মকর্তা জানান, ‘আইএমএফ আগামী বছরে ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পথ জানতে চেয়েছে। আমরা বলেছি, এটি বাস্তবসম্মত নয় এবং শর্ত কমানোর অনুরোধ করেছি, কিন্তু তারা রাজি হয়নি।’
আজ বুধবার আইএমএফ এনবিআরের তিন অনুবিভাগের সঙ্গে পুনরায় বৈঠক করবে। কর্মকর্তারা মনে করছেন, কার্যকর আলোচনা না হলে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে জটিলতা হতে পারে। তাই শর্ত শিথিলের জন্য এনবিআর সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
এনবিআরের ভ্যাট বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের পূর্বশর্ত অনুযায়ী বেশ কিছু উদ্যোগ নিয়েছিলাম, যার ফলেও বাড়তি রাজস্ব এসেছে। আমরা সেগুলো তুলে ধরেই আজ শর্ত শিথিলের দাবি জানাব।’
আরও খবর পড়ুন:
উড়োজাহাজের যন্ত্রাংশ, ইঞ্জিন এবং ইঞ্জিনের যন্ত্রাংশের ওপর আরোপিত কর অব্যাহতির দাবি জানিয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থাগুলোর সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটি বলছে, আমদানি পর্যায়ে ১ শতাংশ শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য ক্রমেই বোঝা হয়ে
১৪ মিনিট আগেঢাকার তিনটি সিদ্ধান্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার বর্তমান অবস্থার জন্য দায়ী হতে পারে। প্রথমত, সম্প্রতি বাংলাদেশ খরচের পার্থক্যের কারণ দেখিয়ে ভারত থেকে সুতা আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহার বন্ধ করে দিয়েছে। এ পদক্ষেপের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।
৪৪ মিনিট আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির চার বছরের আর্থিক প্রতিবেদন ও অন্যান্য বিষয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিকল্প রপ্তানি বাজার খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রধান লক্ষ্যবস্তু চীন। তাদের মধ্যকার সম্পর্ক কেমন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে