Ajker Patrika

ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৬: ৪৯
Thumbnail image
ফাইল ছবি

গত দুই দিনব্যাপী ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী মিলমালিকদের সঙ্গে বৈঠক শেষে অবশেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করল সরকার। প্রতি লিটার বোতলজাত খোলা সয়াবিন তেলে ৮ টাকা বাড়ানো হয়েছে। আজ সোমবার ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৬৭ টাকা। বর্তমানে তা ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা তেল ছিল ১৪৯ টাকা। বর্তমানে তা ১৫৭ টাকা করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববাজারে দোহাই দিয়ে বাজারে বোতলজাত ভোজ্যতেলের সরবরাহ বন্ধ করে দেয় দেশের পরিশোধনকারী মিলমালিকেরা। এতে সরকার একধরনের নিরুপায় হয়েই দাম বাড়াতে বাধ্য হলো।

এর আগে মিলমালিকদের প্রতিনিধিরা জানান, বিশ্ববাজারে দামের তুলনায় বর্তমানে প্রতি লিটারে দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এখন সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটি তাঁরা মেনে নেবেন।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় অনেকেই তা বিক্রি করছেন। অনেকে বোতল কেটে খোলাবাজারে তেল বিক্রি করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত