Ajker Patrika

আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদহার

ব্যাংক খাতের পর এবার আর্থিক প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিগুলোতেও কমানো হয়েছে ঋণের করিডর রেট। এখন থেকে এসব প্রতিষ্ঠান ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। আর আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ করিডর হবে ২ শতাংশ। এর আগে ঋণের করিডর ছিল ৫ দশমিক ৫০ শতাংশ আর আমানতের ক্ষেত্রে করিডর ছিল ২ দশমিক ৫০ শতাংশ। সেই হিসাবে আগের ঋণ ও আমানতে করিডর রেট দশমিক ৫০ শতাংশ কমানো হয়েছে। এপ্রিল মাসের জন্য স্মার্ট সুদের হার ১০ দশমিক ৫৫ শতাংশ। সেই সঙ্গে ৫ শতাংশ যোগ করে ঋণের সুদ হবে ১৫ দশমিক ৫৫ শতাংশ। আর করিডর ২ শতাংশ যোগ করে আমানতের সুদ ১২ দশমিক ৫৫ শতাংশ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমানতে সুদ বা মুনাফা মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ নেওয়া যাবে। আর ঋণ, লিজ বা বিনিয়োগের ক্ষেত্রে সুদ বা মুনাফার হার নির্ধারণে স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ নেওয়া যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত