Ajker Patrika

আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদহার

ব্যাংক খাতের পর এবার আর্থিক প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিগুলোতেও কমানো হয়েছে ঋণের করিডর রেট। এখন থেকে এসব প্রতিষ্ঠান ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। আর আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ করিডর হবে ২ শতাংশ। এর আগে ঋণের করিডর ছিল ৫ দশমিক ৫০ শতাংশ আর আমানতের ক্ষেত্রে করিডর ছিল ২ দশমিক ৫০ শতাংশ। সেই হিসাবে আগের ঋণ ও আমানতে করিডর রেট দশমিক ৫০ শতাংশ কমানো হয়েছে। এপ্রিল মাসের জন্য স্মার্ট সুদের হার ১০ দশমিক ৫৫ শতাংশ। সেই সঙ্গে ৫ শতাংশ যোগ করে ঋণের সুদ হবে ১৫ দশমিক ৫৫ শতাংশ। আর করিডর ২ শতাংশ যোগ করে আমানতের সুদ ১২ দশমিক ৫৫ শতাংশ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমানতে সুদ বা মুনাফা মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ নেওয়া যাবে। আর ঋণ, লিজ বা বিনিয়োগের ক্ষেত্রে সুদ বা মুনাফার হার নির্ধারণে স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ নেওয়া যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

একাত্তরে ধর্ষণ–গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: বিএনপি নেতা আলাল

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

এলাকার খবর
Loading...