Ajker Patrika

চলতি সপ্তাহেই পরিশোধ করতে হবে আকু, রিজার্ভ নামবে ১৯ বিলিয়নে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি সপ্তাহেই পরিশোধ করতে হবে আকু, রিজার্ভ নামবে ১৯ বিলিয়নে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব মতে, দেশে এখন বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ২০ দশমিক ৬৬ বিলিয়ন ডলার বা ২ হাজার ৬৬ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার। গত সপ্তাহে ২৩১ মিলিয়ন বা ২৩ দশমিক ১ কোটি ডলার খরচের পর এ রিজার্ভ দাঁড়িয়েছে।

তবে চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ২১ বিলিয়ন ডলার পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের ঘরে নামবে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার বা ২ হাজার ৬৪২ কোটি ৬৩ লাখ ডলার। অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত তহবিলের অর্থ বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২০ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। 

এক সপ্তাহ আগে অর্থাৎ গত ২৫ নভেম্বর বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ছিল ২০ দশমিক ৮৯ বিলিয়ন ডলার (বিপিএম৬) বা ২ হাজার ৮৯ কোটি ৭০ লাখ ৬০ হাজার ডলার। এক সপ্তাহ পর ১ নভেম্বর নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ বিলিয়ন ডলার (বিপিএম৬) বা ২ হাজার ৬৬ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে এক সপ্তাহে রিজার্ভ কমেছে ২৩১ দশমিক ২৯ মিলিয়ন ডলার। 

প্রতি দুই মাস পর পর আকুর আওতাধীন দেশগুলো দায় পরিশোধ করে। গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসের দেনা ১ দশমিক ২১ বিলিয়ন ডলার চলতি সপ্তাহে পরিশোধ করতে হবে বাংলাদেশকে। এই দায় পরিশোধের পর দেশের রিজার্ভ ১৯ দশমিক ৪০ মিলিয়ন ডলারের কাছাকাছি নেমে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত