Ajker Patrika

উৎপাদন ও আমদানি বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপ অর্থ উপদেষ্টার

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৭: ৩৮
উৎপাদন ও আমদানি বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপ অর্থ উপদেষ্টার

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য উৎপাদন বাড়িয়ে এবং আমদানির মাধ্যমে পণ্যের দাম কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ে মূল্যস্ফীতি সংক্রান্ত অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক শেষে এ কথা জানান অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি ঘোড়ার লাগাম টানার মতো নয়, এর জন্য যৌক্তিক সময় লাগবে। তবে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে করণীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের মূল্যবৃদ্ধির কারণগুলো চিহ্নিত হয়েছে এবং এগুলো দূর করায় সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। উৎপাদন ও আমদানি বাড়িয়ে সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটানো হবে। একটি প্রক্রিয়ার ভেতর দিয়েই এটি করতে হবে। এর জন্য যৌক্তিক সময় লাগবে।’ 

এদিকে ওই বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বস্তিদায়ক রিজার্ভ রেখে, বাকিটা আমদানিতে ব্যয় করা হবে। আমদানি পণ্যের ঘাটতি আছে। যতটুকু করা সম্ভব আমদানি করা হবে।’ 

ব্যাংক একীভূত করার প্রসঙ্গে গভর্নর বলেন, ‘এটি দেখে-শুনে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত