Ajker Patrika

আধা বেলা পর্যন্ত সিলেট নগরে ভোটারদের উপস্থিতি বেশ কম

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আধা বেলা পর্যন্ত সিলেট নগরে ভোটারদের উপস্থিতি বেশ কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ভোটকেন্দ্রগুলোতে সকাল বেলা ভোটারদের উপস্থিতি ছিল সীমিত। আজ রোববার সকাল ৮টার দিকে সরেজমিনে নগরের মদিনা মাকের্ট, পাঠানটোলা, পুলিশ লাইনস স্কুল, মদনমোহন কলেজ ও মির্জাজাঙ্গাল উচ্চ বিদ্যালয় গিয়ে এ চিত্র দেখা দেছে। 

তবে ভোটকেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, শীতকাল হওয়ায় সকাল বেলা ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে। 
 
নগরের মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৭৩ জন। এর মধ্যে প্রথম ১ ঘণ্টায় ৮টি বুথে ভোট পড়েছে ৫৭টি। এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রাজ্জাক সকালে বলেন, ‘শীতের সকাল হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম।’ 

ওই কেন্দ্রে ভোট দিয়েছেন নগরের রামেরদীঘির পাড়ের বাসিন্দা অদিতি ধর। তিনি বলেন, ‘একটু নিরিবিলি পরিবেশে ভোট দিয়েছি। এ দিনটির জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। ভোট দিয়ে ভালোই লাগছে। বাসার সবাই এক সঙ্গে এসে ভোট দিয়েছি।’ 

কেন্দ্রটিতে নৌকার প্রার্থীর আহ্বায়ক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী নিটল বলেন, ‘সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়বে।’ 

মদনমোহন কলেজে কেন্দ্রে গিয়েও ভোটারদের তেমন একটা উপস্থিতি চোখে পড়েনি। মদনমোহন কলেজ (পুরুষ) ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৯২৩। দেড় ঘণ্টায় ৭২টি ভোট পড়েছে। মোটামুটি ভোটার উপস্থিতি। ধারণা করতেছি বেলা বাড়লে ভোটার উপস্থিতিও বাড়বে।’ 

ওই কেন্দ্রে ভোট দিয়েছেন বিমল মজুমদার নামের একজন ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঠান্ডা পরিবেশে ভোট দিয়েছি। অন্যবারের মতো এত ঝামেলা নাই ভোটকেন্দ্রে।’ 

মদনমোহন কলেজে নারী কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা সন্তোষ রঞ্জন পাল বলেন, ‘এখানে মোট ভোটার ২ হাজার ৬৯৭ জন। প্রথম দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৩০টি ভোট। শীতের সময় এখন। আর নারী ভোটার বেশি হওয়ায় বাসার কাজ শেষ করে আসবেন অনেক ভোটার।’ 

নগরের মিরের ময়দান পুলিশ লাইনস বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘আমার কেন্দ্রে ১ হাজার ৯৮৭ জন ভোটার। এখানের সবাই পুলিশ লাইনের লোক। বদলি হয়ে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছেন। দুই ঘণ্টায় ৪টা বুথে ৩টি ভোট পড়েছে। তিন বুথে একটি করে ভোট পড়েছে। এই কেন্দ্রের বেশির ভাগ ভোটার পুলিশের লোক। তাঁদের অনেকে দায়িত্বে রয়েছেন। তবে তাঁরা আসবেন।’ 

তিনি আরও জানান, গত সিটি নির্বাচনে প্রতিযোগিতা ছিল। তারপরও ২২১টি ভোট পড়েছিল তাঁর কেন্দ্রে। আজ নৌকা ছাড়া আর কোনো এজেন্টও আসেননি। 

বন্দর বাজার দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৯৩ ভোট। সাড়ে ১০টায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মৃন্ময় দাশ জুটন জানান, প্রথম এক ঘণ্টায় ৪০টি ভোট পড়েছে। তবে দুপুরের দিকে ভোটারদের সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা তিনিও জানিয়েছেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত