Ajker Patrika

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরার কালিগঞ্জে তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে সাব্বির আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তিভোগী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেন।

গ্রেপ্তার সাব্বির আহমেদ উপজেলা নারায়ণপুর গ্রামের মহসিন গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তরুণীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে সাব্বির আহমেদের পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই আসামি প্রেমের প্রস্তাব দিয়ে তাঁকে বিরক্ত করতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বাদীর অভিযোগ, এই সম্পর্কের সুযোগে সাব্বির তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এমনকি ঢাকায় নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে জোর করে উপজেলা একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয়।

পরে সাব্বির তাঁকে রাজধানীর খিলক্ষেতের একটি বাসায় নিয়ে যান এবং গত ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত একত্রে অবস্থান করেন। সেই সময়েও যুবক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যান এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে বিদেশ যাওয়ার কথা বলে যোগাযোগ বন্ধ করে দেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গতকাল সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত