Ajker Patrika

২৭ ঘণ্টা পর সেই সেতু দিয়ে যান চলাচল শুরু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৮: ৪১
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাগাঙ্গ লোহার সেতুর মেরামতের পর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাগাঙ্গ লোহার সেতুর মেরামতের পর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ লোহার সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুটির মেরামতকাজ শেষ হলে যান চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় স্টিলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। এর পর থেকেই ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, মেরামতকাজ শেষে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতুর পাশে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর ডিজাইনের কাজ চলছে। দ্রুতই দরপত্র প্রক্রিয়া শেষে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে।

কাটাগাঙ্গ লোহার সেতুর মেরামতের পর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা
কাটাগাঙ্গ লোহার সেতুর মেরামতের পর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় স্টিলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত