নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে চা-শ্রমিকদের এরিয়ার অর্থ-বোনাস, উৎসব ভাতা ও স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে রোকনপুর বাজারে এ মানববন্ধন করে ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা।
শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থবছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা-বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না।
এ ছাড়া চা-শ্রমিকদের বাসস্থানের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাক্তার না থাকায় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত তাঁরা। গত ২৫ জুন চা-শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিতভাবে জানান চা-শ্রমিকেরা। মালিকপক্ষ সাড়া না দেওয়ায় ৩ জুন থেকে কর্মবিরতি পালন করেন তাঁরা।
এ বিষয়ে চা-শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশিষ দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘সব বাগানে চা-শ্রমিকদের দাবি মানা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে ইউএনও, ডিসি অফিস ঘেরাও করে আমরা কর্মসূচি পালন করব। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করবেন।’ তিনি দ্রুত মালিকপক্ষকে তাঁদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চা-শ্রমিকদের বেতনসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। এরিয়া অর্থ, বোনাস ও পিএফের টাকা দেওয়ার জন্য তাঁরা একটি চিঠি লিখেছেন। আমি বলেছি, ১৫ জুলাই থেকে পর্যায়ক্রমে টাকাগুলো পরিশোধ করা হবে। আশা করছি, তারা কাজে ফিরে যাবেন।’
হবিগঞ্জের নবীগঞ্জে চা-শ্রমিকদের এরিয়ার অর্থ-বোনাস, উৎসব ভাতা ও স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে রোকনপুর বাজারে এ মানববন্ধন করে ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা।
শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থবছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা-বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না।
এ ছাড়া চা-শ্রমিকদের বাসস্থানের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাক্তার না থাকায় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত তাঁরা। গত ২৫ জুন চা-শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিতভাবে জানান চা-শ্রমিকেরা। মালিকপক্ষ সাড়া না দেওয়ায় ৩ জুন থেকে কর্মবিরতি পালন করেন তাঁরা।
এ বিষয়ে চা-শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশিষ দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘সব বাগানে চা-শ্রমিকদের দাবি মানা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে ইউএনও, ডিসি অফিস ঘেরাও করে আমরা কর্মসূচি পালন করব। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করবেন।’ তিনি দ্রুত মালিকপক্ষকে তাঁদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চা-শ্রমিকদের বেতনসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। এরিয়া অর্থ, বোনাস ও পিএফের টাকা দেওয়ার জন্য তাঁরা একটি চিঠি লিখেছেন। আমি বলেছি, ১৫ জুলাই থেকে পর্যায়ক্রমে টাকাগুলো পরিশোধ করা হবে। আশা করছি, তারা কাজে ফিরে যাবেন।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে