Ajker Patrika

বকেয়া বেতন-বোনাসের দাবিতে নবীগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৯: ৪৮
বকেয়া বেতন-বোনাসের দাবিতে নবীগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন

হবিগঞ্জের নবীগঞ্জে চা-শ্রমিকদের এরিয়ার অর্থ-বোনাস, উৎসব ভাতা ও স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে রোকনপুর বাজারে এ মানববন্ধন করে ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা। 

শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থবছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা-বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না। 

এ ছাড়া চা-শ্রমিকদের বাসস্থানের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাক্তার না থাকায় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত তাঁরা। গত ২৫ জুন চা-শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিতভাবে জানান চা-শ্রমিকেরা। মালিকপক্ষ সাড়া না দেওয়ায় ৩ জুন থেকে কর্মবিরতি পালন করেন তাঁরা। 

নবীগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে চা-শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশিষ দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘সব বাগানে চা-শ্রমিকদের দাবি মানা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে ইউএনও, ডিসি অফিস ঘেরাও করে আমরা কর্মসূচি পালন করব। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করবেন।’ তিনি দ্রুত মালিকপক্ষকে তাঁদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 

অন্যদিকে ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চা-শ্রমিকদের বেতনসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। এরিয়া অর্থ, বোনাস ও পিএফের টাকা দেওয়ার জন্য তাঁরা একটি চিঠি লিখেছেন। আমি বলেছি, ১৫ জুলাই থেকে পর্যায়ক্রমে টাকাগুলো পরিশোধ করা হবে। আশা করছি, তারা কাজে ফিরে যাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত