নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ছাত্রদলের মিছিলে ধাওয়া করেছে পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে ছাত্রদলের নেতা–কর্মীরা। জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে ও ডায়াবেটিস হাসপাতালের গলি কয়েক শ নেতা–কর্মী জড়ো হয়ে দুদিক থেকে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ এলে দুপক্ষই হাসান মার্কেট ও মধুবন মার্কেট এলাকায় মুখোমুখি হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রায় আধা ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ায় ৪ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মহানগর ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এম সাগর হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের সময় বন্দর ও জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত শাটার লাগিয়ে দোকানের ভেতরে অবস্থান করেন।
গতকাল মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের (হাজী দিনার) নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, ডায়াবেটিস হাসপাতালের গলি থেকে ৫০–৬০ জনের দুষ্কৃতকারীর দল বের হয়ে এখানকার নিরস্ত্র সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালায়। ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিক পুলিশ এসে তাদের প্রতিহত করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে সরিয়ে দিই। আমাদের ৪ জন সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা চলছে।’
পুলিশের এই বক্তব্যকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও খন্দকার আবদুল মুক্তাদির। তাঁরা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে ছাত্রদল শান্তিপূর্ণ মিছিল বের করেছিল। পুলিশ তাঁদের ওপর গুলিবর্ষণ করেছে। এরা সব সময়ই মিথ্যা কথা বলে আসছে। আজ পবিত্র আশুরার দিন। সরকারি ছুটি। এখানে সাধারণ মানুষ কই পেল যে ছাত্রদল হামলা করবে? সাধারণ মানুষের জন্যই তো ছাত্রদলের এই কর্মসূচি। আমরা শিক্ষার্থীদের ওপর পৈশাচিক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। ছাত্রলীগসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সিলেটে ছাত্রদলের মিছিলে ধাওয়া করেছে পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে ছাত্রদলের নেতা–কর্মীরা। জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে ও ডায়াবেটিস হাসপাতালের গলি কয়েক শ নেতা–কর্মী জড়ো হয়ে দুদিক থেকে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ এলে দুপক্ষই হাসান মার্কেট ও মধুবন মার্কেট এলাকায় মুখোমুখি হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রায় আধা ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ায় ৪ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মহানগর ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এম সাগর হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের সময় বন্দর ও জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত শাটার লাগিয়ে দোকানের ভেতরে অবস্থান করেন।
গতকাল মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের (হাজী দিনার) নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, ডায়াবেটিস হাসপাতালের গলি থেকে ৫০–৬০ জনের দুষ্কৃতকারীর দল বের হয়ে এখানকার নিরস্ত্র সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালায়। ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিক পুলিশ এসে তাদের প্রতিহত করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে সরিয়ে দিই। আমাদের ৪ জন সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা চলছে।’
পুলিশের এই বক্তব্যকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও খন্দকার আবদুল মুক্তাদির। তাঁরা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে ছাত্রদল শান্তিপূর্ণ মিছিল বের করেছিল। পুলিশ তাঁদের ওপর গুলিবর্ষণ করেছে। এরা সব সময়ই মিথ্যা কথা বলে আসছে। আজ পবিত্র আশুরার দিন। সরকারি ছুটি। এখানে সাধারণ মানুষ কই পেল যে ছাত্রদল হামলা করবে? সাধারণ মানুষের জন্যই তো ছাত্রদলের এই কর্মসূচি। আমরা শিক্ষার্থীদের ওপর পৈশাচিক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। ছাত্রলীগসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সকাল পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৩২ জন ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। তাঁরা পরে চিকিৎসার জন্য আবারও হাসপাতালে আসবেন। গতকাল বুধবার পর্যন্ত দুজন আইসিইউতে ছিলেন। তাঁদের মধ্যে একজনের
৪ মিনিট আগেবিজিবি সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ ১০ জনকে পুশ ইন করে। অপর দিকে একই রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে আরও ৭ জনকে পুশ ইন করা হয়। পরে বিজিবির ঘাগড়া ও ভজনপুর বিওপির টহল দল পৃথক অভিযানে ১৭ জনকেই আটক করে।
৬ মিনিট আগেফরিদপুরে শওকত মোল্যা (২০) নামের এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১২ মিনিট আগের্যাব জানায়, মোহাম্মদপুরের পাবনা হাউস গলিতে ফজলে রাব্বি সুমনের সঙ্গে মাদক বিক্রিকে কেন্দ্র করে পিচ্চি মুন্নার বিরোধ ছিল। কিছুদিন আগে রাব্বি তাঁকে পুলিশে ধরিয়ে দেন। জামিনে মুক্ত হয়ে রায়েরবাজারে ধারালো অস্ত্র দিয়ে রাব্বির ওপর হামলা চালায় মুন্না। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগে