Ajker Patrika

বিয়ানীবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২১, ১০: ২৫
বিয়ানীবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজার (সিলেট) : সিলেটের বিয়ানীবাজার থেকে আলী নূর (৩২) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তার শ্বশুরবাড়ি কানাইঘাটের পালজুড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামি আলী নূর মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক। তাঁঁর বিরুদ্ধে আদালত সাজা প্রদানের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচানচক ফেনগ্রামের মৃত কুতুব আলীর ছেলে।

শনিবার দুপুরে বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল ও এএসআই নূরনবী ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন। অভিযানে কানাইঘাট থানার পুলিশ সহযোগিতা করে। কানাইঘাট উপজেলার পালজুড় গ্রামে আসামির শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি আলী নুর গোসল করতে পুকুরে নামলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, তিনি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক। রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...