Ajker Patrika

হবিগঞ্জের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন বিএসএফের

হবিগঞ্জ প্রতিনিধি
ভারত থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা ব্যক্তিদের হেফাজতে নেয় বিজিবি। ছবি: আজকের পত্রিকা
ভারত থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা ব্যক্তিদের হেফাজতে নেয় বিজিবি। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে আটজন পুরুষ, ১১ জন নারী ও দুটি শিশু। গতকাল রোববার রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ তাদের পুশ ইন করে।

আজ সোমবার দুপুরে কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ এই ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করে। খবর পেয়ে ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম উপস্থিত হন। ফেরত পাঠানো ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায়।

জাকারিয়া আরও জানান, ফেরত আসা ব্যক্তিরা প্রায় ২০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দিল্লি থেকে তাদের আটক করে বিমান ও ট্রেনে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ মুখ বেঁধে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, আটক ১৯ বাংলাদেশি নাগরিক বিজিবির হেফাজতে আছে। তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো বা অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিজিবির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক কারণে উপজেলা প্রশাসন তাদের খাবার সরবরাহ করবে।

৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করে ১৯ জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত