Ajker Patrika

কবরস্থানে লুকানো ছিল ১০০ বস্তা ভারতীয় চিনি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
কবরস্থানে লুকানো ছিল ১০০ বস্তা ভারতীয় চিনি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটি কবরস্থান থেকে চোরাকারবারির মাধ্যমে আনা ১০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। চিনিগুলো ত্রিপল ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। তবে অবৈধ এ কাজে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের বেরবেরী হাওর এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ১০০ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করেছে। তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত