Ajker Patrika

লাউয়াছড়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় রেললাইনের পাশে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া বনের রেললাইনের লেভেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তিনি বলেন, লাউয়াছড়া বনে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য হাসপাতালে গেছে।

জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় সাম্য দে (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্লার্ক রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দের একমাত্র সন্তান। সে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, সিলেট-চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত