Ajker Patrika

জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৮: ৩২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের করা মামলায় আট দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ইসহাকপুরের নোমান মিয়া ও ফিরোজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নোমানের পক্ষের করা একটি চাঁদাবাজির মামলায় সম্প্রতি ফিরোজের পক্ষের রুয়েল মিয়া ও নুর আলমকে কারাগারে পাঠান আদালত। তাঁরা গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসার পথে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এর জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বদরুদ্দোজা জানান, এখান থেকে ৩০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ১৪ জনের মাথায় আঘাত রয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের আলোকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত