Ajker Patrika

তৈরি পোশাক নিয়ে সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট গেল স্পেনে

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
আজ রাত ৮টা ৫ মিনিটে মালামাল নিয়ে স্পেনের উদ্দেশে উড়াল দেয় মেক্সিকান কার্গো এয়ারলাইনস মাস এয়ার ও গ্যালিস্টেয়ারের যৌথ মালিকানার একটি এয়ারবাস। ছবি: আজকের পত্রিকা
আজ রাত ৮টা ৫ মিনিটে মালামাল নিয়ে স্পেনের উদ্দেশে উড়াল দেয় মেক্সিকান কার্গো এয়ারলাইনস মাস এয়ার ও গ্যালিস্টেয়ারের যৌথ মালিকানার একটি এয়ারবাস। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হলো কার্গো ফ্লাইট। আজ রোববার ৮টা ৫ মিনিটে মালামাল নিয়ে স্পেনের উদ্দেশে উড়াল দেয় মেক্সিকান কার্গো এয়ারলাইনস মাস এয়ার ও গ্যালিস্টেয়ারের যৌথ মালিকানার একটি এয়ারবাস।

ওসমানী বিমানবন্দরের ইতিহাসে প্রথম কোনো কার্গো ফ্লাইট শুরু হওয়ায় ব্যবসার নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা। ঢাকার পর সিলেটে থেকে এ ফ্লাইট শুরু করায় খুশি রপ্তানিকারকসহ সিলেটের ব্যবসায়ীরা। প্রথম ফ্লাইটে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির গার্মেন্টসসামগ্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রপ্তানিতে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টির কথা জানিয়ে বলেন, ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি প্রথম কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমাদের কাজ হচ্ছে নিজস্বতা, নিজের সক্ষমতা বৃদ্ধি করা, নিজেদের পায়ে দাঁড়ানো। ইনশাআল্লাহ আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিলের যে সমস্যা, কোনোটাই সমস্যা হয়নি। ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে। কিন্তু এর প্রভাব জিরো।...সরকার, জ্বালানি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা আগের খরচ থেকে কমমূল্যে রপ্তানি করতে সক্ষম হয়েছি।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘গত মাস থেকে এই মাসে অলরেডি ৩৭ শতাংশ ঢাকা থেকে ইউরোপে খরচ কমেছে এবং প্রায় ১৩ শতাংশ ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে আমাদের খরচ কমেছে। ডেফিনেটলি আমি তাতে সন্তুষ্ট না। আমি আরও বেশি কমিয়ে আনতে চাই।’

উপদেষ্টা বলেন, সিলেটের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। কারণ, স্বাধীনতার পরে আজই প্রথম ঢাকার বাইরে কার্গো ফ্লাইট চালু হচ্ছে সিলেটে।

ওসমানী বিমানবন্দরে বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। স্বাগত বক্তব্য দেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।

এর আগে উপদেষ্টা এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স ঘুরে দেখেন। বিকেল পৌনে ৫টায় ওসমানী বিমানবন্দরে পৌছে কার্গো বিমানটি অবতরণের পর শুরু হয় পণ্য লোডের কার্যক্রম। সন্ধ্যা পর্যন্ত চলে মালামাল লোড। লোড হ্যান্ডেলিংয়ের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। আর নিরাপত্তা দেন বেবিচক কর্মীরা। প্রথম ফ্লাইটে ঢাকার এমজিএইচ গ্রুপ, অরিজিন সলিউশন্সসহ আরেকটি কোম্পানির গার্মেন্টস পণ্য রপ্তানি করা হয়। এর আগে গতকাল শনিবার ট্রাকযোগে ওসমানী বিমানবন্দরে পণ্য পৌঁছায়। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ৮টা ৫ মিনিটে বিমানটি ওসমানী বিমানবন্দর ত্যাগ করে। ওই সময় বিভিন্ন এয়ারলইনস কর্মকর্তা, ঢাকার রপ্তানিকারকসহ সিলেটের সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সিলেটের আমদানি-রপ্তানিকারক মো. আবুল কালাম বলেন, ‘কার্গো ফ্লাইট চালু হওয়ায় আমরা খুবই আনন্দিত। ব্যবসায়ীরা কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য রপ্তানি করা ছাড়া আমদানিও করতে পারবেন। আমদানি করারও ভালো সুযোগ রয়েছে। কার্গো ফ্লাইট চালু যাতে বন্ধ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে আমদানি ও রপ্তানিকারকদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

ধর্ষণের পর চুপ হয়ে গিয়েছিল লামিয়া, ট্রমা তার জীবনই কেড়ে নিল

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত