Ajker Patrika

সড়কে ডাকাতের বেঁধে রাখা রশিতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৪: ৫৮
নিহত সবুজ আহমেদ। ছবি: সংগৃহীত
নিহত সবুজ আহমেদ। ছবি: সংগৃহীত

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতের বেঁধে রাখা রশিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

সবুজ কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। পেশায় ব্যবসায়ী। এ ঘটনায় আহত অপর দুজন হচ্ছেন ওই গ্রামের সুমন আহমদ ও উপজেলার বুড়দেও গ্রামের শরীফ আহমদ। তাঁরা দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত সবুজ আহমদ তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। তেলিখাল এলাকায় আগ থেকেই সড়কে রশি বেঁধে রেখেছিল ডাকাতের দল। সেখানে পৌঁছামাত্র রশি দেখতে না পেয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই সবুজ আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুজন।

স্থানীয়দের অভিযোগ, এই সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। মাঝেমধ্যে পুলিশি টহল থাকলেও বেশির ভাগ সময় থাকে না এবং বেশ কিছুদিন ধরে সেখানে টহল নেই। এ কারণে এই ঘটনা ঘটেছে বলে তাদের অভিমত।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার আজকের পত্রিকাকে জানান, নিহতের লাশ সুরতহাল করে ওসমানীর মর্গে পাঠানো হয়েছে। আর আহত দুজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওই স্থানের আগে হাইটেক পার্ক এলাকায় পুলিশি টহল ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত