বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে মারুফ আহমেদ (১২) ও আশরাফুজ্জামান নাহিদ (১৪) নামের দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজের দুইদিন পর বাড়িতে ফিরেছে। নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র গত বুধবার বিকেলে বাড়িতে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে তাদের পরিবার।
এর আগে গত সোমবার (২৭ সেপ্টেম্বর) তারা বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসযোগে রওনা হয়ে নিখোঁজ হয়। মাদ্রাসা ছাত্র মারুফ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের আশাতলা গ্রামের মাজু মিয়ারের পুত্র। এবং নাহিদ একই গ্রামের ব্যবসায়ী নাছির উদ্দিন লিটনের পুত্র।
ইউপি সদস্য মাজু মিয়া জানান, ‘মারুফ আহমেদ ও আশরাফুজ্জামান নাহিদ ব্রাহ্মনবাড়িয়ার বাহার উদ্দিন ইমাজিয়া দৌলতবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তারা গত ২৭ সেপ্টেম্বর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এরপর থেকে তাদের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে পরিবারের লোকজন মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’
পরিবারের সূত্রে জানা যায়, পরিবারের লোকজন যখন পুলিশকে নিখোঁজের বিষয়টি জানানোর প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই ছাত্র দুজন বাড়ি ফিরে আসে, তাই পরে আর পুলিশকে বিষয়টি জানানো হয়নি।
আজ মারুফ ও নাহিদের সঙ্গে কথা হলে তারা আজকের পত্রিকাকে জানায়, আমরা মাদ্রাসায় যাওয়ার জন্য মক্কা নামের একটি বাসে উঠি। পরে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসটি গন্তব্যস্থল ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে ঢাকার সায়েদাবাদ পৌঁছে গেছে। সেখানে পৌঁছানোর পর বাসের ড্রাইভার ও হেলপার আমাদের ঘুম থেকে ডেকে তোলে এবং জানতে চায় আমরা কোথায় যাব? আমরা তাদের ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার কথা জানাই। এ সময় বাসের স্টাফ বিষয়টি বুঝতে পেরে আমাদের এক ব্যক্তির জিম্মায় দেন। পরে ওই ব্যক্তি আমাদেরকে সিলেটগামী একটি বাসে তুলে দিয়ে বাড়িতে ফেরার ব্যবস্থা করেন।
হবিগঞ্জের বাহুবলে মারুফ আহমেদ (১২) ও আশরাফুজ্জামান নাহিদ (১৪) নামের দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজের দুইদিন পর বাড়িতে ফিরেছে। নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র গত বুধবার বিকেলে বাড়িতে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে তাদের পরিবার।
এর আগে গত সোমবার (২৭ সেপ্টেম্বর) তারা বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসযোগে রওনা হয়ে নিখোঁজ হয়। মাদ্রাসা ছাত্র মারুফ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের আশাতলা গ্রামের মাজু মিয়ারের পুত্র। এবং নাহিদ একই গ্রামের ব্যবসায়ী নাছির উদ্দিন লিটনের পুত্র।
ইউপি সদস্য মাজু মিয়া জানান, ‘মারুফ আহমেদ ও আশরাফুজ্জামান নাহিদ ব্রাহ্মনবাড়িয়ার বাহার উদ্দিন ইমাজিয়া দৌলতবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তারা গত ২৭ সেপ্টেম্বর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এরপর থেকে তাদের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে পরিবারের লোকজন মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’
পরিবারের সূত্রে জানা যায়, পরিবারের লোকজন যখন পুলিশকে নিখোঁজের বিষয়টি জানানোর প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই ছাত্র দুজন বাড়ি ফিরে আসে, তাই পরে আর পুলিশকে বিষয়টি জানানো হয়নি।
আজ মারুফ ও নাহিদের সঙ্গে কথা হলে তারা আজকের পত্রিকাকে জানায়, আমরা মাদ্রাসায় যাওয়ার জন্য মক্কা নামের একটি বাসে উঠি। পরে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসটি গন্তব্যস্থল ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে ঢাকার সায়েদাবাদ পৌঁছে গেছে। সেখানে পৌঁছানোর পর বাসের ড্রাইভার ও হেলপার আমাদের ঘুম থেকে ডেকে তোলে এবং জানতে চায় আমরা কোথায় যাব? আমরা তাদের ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার কথা জানাই। এ সময় বাসের স্টাফ বিষয়টি বুঝতে পেরে আমাদের এক ব্যক্তির জিম্মায় দেন। পরে ওই ব্যক্তি আমাদেরকে সিলেটগামী একটি বাসে তুলে দিয়ে বাড়িতে ফেরার ব্যবস্থা করেন।
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দফা দাবিতে বিক্ষোভরত জুলাই আন্দোলনে আহতরা সরকারের আশ্বাসে হাসপাতালে ফিরে গেছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান।
২৮ মিনিট আগেসনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার পুরোদস্তুর আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। হল প্রশাসন এবং বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের মোট ৭৪টি মণ্ডপে এবার পূজা পালন হচ্ছে...
৩১ মিনিট আগেপ্রায় ১৯ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার ভোর পৌনে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান...
২ ঘণ্টা আগেঘন কুয়াশায় রোববার মধ্য রাতের পর থেকে আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটের ফেরি সার্ভিস। কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এ রুটের ছোট-বড় ১৪টি ফেরি উভয় ঘাটের পন্টুনে অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকে পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন...
২ ঘণ্টা আগে