Ajker Patrika

নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের লেকে

মৌলভীবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানের লেক থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শমশেরনগর চা-বাগানের ১৪ নম্বর সেকশনের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম কিনু বাউরী (২৪)। তিনি একই বাগানের চা-শ্রমিক বধু বাউরীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল থেকে কিনু বাউরী নিখোঁজ ছিলেন। সোমবার সকালে চা-শ্রমিকেরা বাগানে কাজে যাওয়ার পথে লেকের মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পান। পরে কিনুর পরিবার লাশটি শনাক্ত করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত