Ajker Patrika

জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৪, ১৫: ৫২
Thumbnail image

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডলি বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ডলি বেগম ঘোষগাঁও গ্রামের মতিন মিয়ার স্ত্রী। 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ৯টার দিকে ডলি বেগম তাঁর নিজ ঘরে ঘুমাতে যান। রাত ১১টার দিকে স্বামী তাঁকে ডাকতে আসলে দরজা বন্ধ দেখতে পান এবং ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় দরজাটি ভেঙে ফেলেন। পরে তাঁর স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত