Ajker Patrika

হবিগঞ্জে বিষক্রিয়ায় বিদেশ ফেরত নারীর মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২০: ৪৭
হবিগঞ্জে বিষক্রিয়ায় বিদেশ ফেরত নারীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে বিষক্রিয়ায় বিদেশ ফেরত এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম জলি আক্তার (২২)। রোববার রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায়, জলি আক্তার উমেদনগর এলাকার কামাল মিয়ার স্ত্রী। ৩ বছর আগে বানিয়াচং উপজেলার গারু মহল্লার কামাল মিয়া ও জলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর কামাল মিয়া জলি আক্তারকে সৌদি আরবে পাঠিয়ে দেন। জলি আক্তার বিদেশ থাকা অবস্থায় কামাল মিয়া আরও দুটি বিয়ে করেন।

সম্প্রতি জলি আক্তার দেশে এসে দেখেন তাঁর স্বামী কামাল মিয়া দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের একটি ভাড়া বাসায় থাকছেন। জানতে পারেন, তৃতীয় স্ত্রী তাঁর বাবার বাড়িতে থাকেন। বিয়ের বিষয়টি মেনে নিয়ে এক সঙ্গে থাকা শুরু করেন জলি। কিন্তু, বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও সতিন মুর্শিদা বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতে থাকে।

সবশেষ, রোববার সকালে বিষক্রিয়ায় মুমূর্ষু অবস্থায় জলি আক্তারকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন স্বামী কামাল মিয়া। একই দিন রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় জলির মৃত্যু হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত