Ajker Patrika

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০ 

প্রতিনিধি
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০ 

সুনামগঞ্জ (সিলেট): সুনামগঞ্জের আহসানমারা ব্রিজ সংলগ্ন মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। এ সময় নারীসহ আরও ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস জয়কলস গ্রামের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার ওভারটেক করতে যায়। এ সময় সামনে থাকা দুইটি সিএনজি বাসটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। ঘটনার সময় একটি যাত্রী লাফ দিয়ে বাস থেকে বের হওয়ার সময় বাস চাপায় গুরুতর আহত হন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সুনামগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বাস চাপায় আহতদের হাসপাতালে আনা হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় একজন মারা গেছেন। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

দক্ষিণ সুনামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক দেবাশীষ সূত্রধর এ তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক হতাহতের নাম ঠিকানা জানা যায়নি। তবে ঘটনাস্থলটি হাইওয়ে থানা-পুলিশের অধীনে তাই হাইওয়ে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

উপপরিদর্শক আরও জানান, ঘটনার পরপরই গাড়িচালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় একজন মারা গেছেন। কিন্তু তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে মেগাস্টার শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত