Ajker Patrika

গরু চরাতে গিয়ে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২৪, ১৫: ১৫
গরু চরাতে গিয়ে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

সিলেটের কানাইঘাট উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ৩ নম্বর দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মাহতাব উদ্দিন উরফে মাতাই উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাহতাব উদ্দিন সুরমা নদীর তীরবর্তী মাঠে গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি জানান, বজ্রপাতে মারা যাওয়া মাহতাব উদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবুল আহমদ (৪৮) নামের এক কৃষকসহ মারা যান ও আরও দুজন গুরুতর আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত