Ajker Patrika

আব্দুস শহীদ মন্ত্রী হওয়ায় কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৮: ২০
Thumbnail image

টানা সপ্তমবারের মতো মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। গতকাল বুধবার পূর্ণাঙ্গ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকায় মো. আব্দুস শহীদ এমপির নাম প্রকাশ করা হয়। এতে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। স্থানে স্থানে মিষ্টিমুখ করা হচ্ছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ শেষে তাঁকে দপ্তর বুঝিয়ে দেওয়া হবে। এই প্রথম কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের কোনো এমপি পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে স্থান পেলেন। এর আগে, জাতীয় সংসদের চিফ হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করলেও এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন তিনি। 

আব্দুস শহীদ ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালে তিনি এ আসন থেকে জয়লাভ করেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

দশম সংসদে তিনি সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সংসদ কমিটি, পিটিশন কমিটি ও কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে তাঁর। 

মো. আব্দুস শহীদ মন্ত্রী হওয়ায় খবর শুনে কমলগঞ্জের মুন্সিবাজারে আওয়ামী লীগের ইউনিয়ন অফিসে নেতা-কর্মীরা গতকাল রাতে মিষ্টিমুখ করেন। ছবি: আজকের পত্রিকা এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন বলেন, যোগ্যতা ও জনগণের ভালোবাসায় উপাধ্যক্ষ আব্দুস শহীদ পরপর সাতবার এমপি নির্বাচিত হয়েছেন। তাঁকে মন্ত্রিত্ব দিয়ে প্রধানমন্ত্রী জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়েছে। 

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন বলেন, মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের কোনো আসনে পরপর সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড উপাধ্যক্ষ আব্দুস শহীদ ছাড়া কোনো নেতার নেই। ফলে তাঁকে পূর্ণমন্ত্রী করায় উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। 

আব্দুস শহীদ কমলগঞ্জ, শ্রীমঙ্গলসহ জেলাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘এবার আমার পরিকল্পনা পূরণ করতে চাই। জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাকে অতীতে স্নেহ করেছেন এবারও তাঁর স্নেহ পাব আশা করি।’ 

তিনি বলেন, এ বিজয় নৌকার, এ বিজয় এলাকার মানুষের। ভবিষ্যতে এ এলাকার মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তাঁকে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত