Ajker Patrika

সুনামগঞ্জে ১৬১ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৭ 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জে ১৬১ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৭ 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অবৈধভাবে আনা ১৬১ বস্তা ভারতীয় চিনি ও নৌকাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বস্তাগুলোয় মোট ৮ হাজার ৫০ কেজি চিনি পাওয়া যায়। 

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বুড়িপত্তন গ্রামসংলগ্ন জামগড়া খালের পাড় থেকে চিনিসহ তাঁদের আটক করা হয়। জব্দ চিনির বাজারমূল্য ৭ লাখ ২৪ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর গ্রামের মো. মুজিবুর রহমান (৪৫), একই গ্রামের জহুরুল আলম (৪২), মো. কালু মিয়া (৩৩), মো. আহাদ মিয়া (৫৭), কলতাপাড়া গ্রামের মারুফ মিয়া (২২), গিলাগড়া গ্রামের বিল্লাল হোসেন (৩৩) ও লক্ষীপুর গ্রামের মো. মুক্তার হোসেন (৩৪)। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা অবৈধপথে ভারতীয় এসব চিনি এনে পাচারের চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত