Ajker Patrika

সিকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

অ্যানিমেল হাসবেন্ড্রি প্রকল্প আইন-২০২৩ বাতিলের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ক্লাস-পরীক্ষা বর্জন ও মানববন্ধন করেছে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্র–শিক্ষক কেন্দ্রের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা এই সভাকে প্রাণিসম্পদ সেক্টেরকে বিভাজন করার পক্ষপাতদুষ্ট উদ্যোগ আখ্যায়িত করে সেটি বন্ধের দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার প্রত্যয় ব্যক্ত করেন।

সিকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতির সম্পাদক শিমুল মজুমদার বলেন, গত ১০ ও ১৪ ডিসেম্বরে দুইটি চিঠি থেকে আমরা জানতে পারি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ভেটেরিনারি কাউন্সিলের আদলে তারা পশু পালনের সেক্টরের জন্য নতুন একটি কাউন্সিল গঠন করতে যাচ্ছে, যেটার একেবারেই কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে যেখানে ভেটেরিনারি কাউন্সিলেই দুইটি অনুষদীয় সব অ্যাকাডেমিক ও নিয়োগ সংক্রান্ত বিষয়াবলি বিশদভাবে ব্যাখ্যা করা আছে।

এই উদ্যোগটি বাস্তবায়নে আজ তারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে গোপনীয়ভাবে সভা ডাকে। এটি মূলত বর্তমান মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন ওনার একটি অসৎ চাওয়া। উনি নিজে একজন পশুপালন গ্র্যাজুয়েট। উনি যে মিটিং ডেকেছেন সেখানে আটজন পশুপালন গ্র্যাজুয়েট রেখে মাত্র তিনজন ভেটেরিনারি গ্র্যাজুয়েট রেখেছেন।

পাশাপাশি তারা এই সময়টাকেই বেছে নিয়েছেন কারণ, এখন সংসদ অধিবেশনের কোনো সুযোগ নেই। পরবর্তীতে যখন সংসদ অধিবেশন হবে সহজেই যেন এটি সংসদে পাশ করিয়ে ফেলা যায়। তার ওপর ওনার ১১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব বহাল থাকবে। উনি তার আগেই তড়িঘড়ি করে কিছু একটা করে ফেলতে চাচ্ছেন। তবে আমরা ভেটেরিনারি ছাত্রসমাজ এই কুচক্রী মহলের এমন অন্যায় চাওয়ার তীব্র প্রতিবাদ এবং এই সভা বাতিলের দাবি জানাচ্ছি।

সিকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন।ভেটেরিনারি ছাত্র সমিতির সহসভাপতি আতিকুল হক বলেন, একটি মন্ত্রণালয়ের অধীনে একই ধরনের দুইটি কাউন্সিল করা ঠিক হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত–পাকিস্তানেও এমন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় রয়েছে। তারা একটি কাউন্সিল দিয়েই সব কিছুই নিয়ন্ত্রণ করে।

এই কুচক্রী মহল কেন দুইটি কাউন্সিল করতে চাচ্ছে তা আপনারা সবাই বুঝতে পারছেন। তারা আমাদের ভেটেরিনারি সমাজের বিরুদ্ধে কাজ করবে। ইতিমধ্যেই পশুপালন গ্র্যাজুয়েট আমাদের অনেক পদ ও নিয়োগে ভাগ বসিয়েছি। পশুপালনের অনেক কোর্স আমাদের পড়ানো হলেও আমরা সেগুলোর স্বীকৃতি পাই না। আমরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এসব কুচক্রী মহলের স্বার্থ হাসিলের কোনো সুযোগ আমরা ভেটেরিনারি শিক্ষার্থীরা দেব না।

উল্লেখ, আজ (সোমবার) অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন–২০২৩ গঠনকল্পে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে সভা আহ্বান করা হয়। এর প্রতিবাদে সারা দেশের ১৪টি কৃষি বিশ্ববিদ্যালয়ে এ প্রতিবাদ কর্মসূচি করছে ভেটেরিনারি শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত