Ajker Patrika

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–ভাঙচুরে আরেক মামলা

সিলেট প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২২: ১০
ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে সিলেট নগরে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে একদল বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা
ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে সিলেট নগরে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে একদল বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাসিম বিল্লাহ। এতে অজ্ঞাতনামা ৮০০-৯০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে মীরবক্সটুলা এলাকার রয়্যাল মার্ক হোটেলের ব্যবস্থাপক আবদুল মতিন সরকার তাঁদের হোটেল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। নগরের দরগা গেট এলাকার ডমিনোজ পিৎজায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক আল আমিন বাদী হয়ে বুধবার বিকেলে আরেকটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। আর বুধবার রাতেই পৃথক আরেকটি মামলা করেন বাটার ব্যবস্থাপক।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, এ পর্যন্ত পৃথক তিনটি মামলা হয়েছে। বাটার লুট করা দুই জোড়া জুতাসহ বুধবার রাতে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে গত সোমবার সিলেটে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ওই দিন বেলা ৩টার দিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মীরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। কেএফসির নিচতলায় থাকা রয়্যাল মার্ক হোটেলেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে চৌহাট্টা এলাকায় আলপাইন রেস্টুরেন্টেও ভাঙচুর করা হয়। একই সময় নগরের দরগাহ গেট এলাকায় বাটার জুতার শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। জিন্দাবাজার এলাকায় বাটার দুটি শোরুমে ভাঙচুর-লুটপাট চালানোর পর দেওয়া হয় আগুন। এ ছাড়া বন্দরবাজার এলাকায় বাটার একটি শোরুম ভাঙচুর করা হয়। একই সময় নগরের বিভিন্ন এলাকায় থাকা বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত