Ajker Patrika

সুনামগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 
সুনামগঞ্জে নিহত ইজিবাইক চালক আল আমিন। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে নিহত ইজিবাইক চালক আল আমিন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আল আমিন (২৮) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আলি আমিন ওই গ্রামের আওয়াল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে জানান, প্রতিদিনের মতো বাড়ির উঠানে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে লাগানো ছিল। সকালে অসাবধানতাবশত ওই চালকের শিশু সন্তান ইয়াসিন মিয়া (৫) বিদ্যুতায়িত হয়। এ সময় আল আমিন ছুটে এসে ছেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইজিবাইক চালক আল আমিনের বাবা আওয়াল মিয়া বলেন, ছেলেকে বিদ্যুতায়িত হতে দেখে আল আমিন তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় তাঁর ছেলের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত