Ajker Patrika

সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি, আবারও বন্যার শঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি, আবারও বন্যার শঙ্কা

ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে আবারও বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জে সুরমা নদীসহ সকল শাখা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে চলতি বন্যার পানি কিছুটা কমে গেলেও আবারও নিম্নাঞ্চলসহ সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া, হাজিপাড়া, কাজিরপয়েন্ট, নবীনগরসহ বেশ কয়েকটি আবাসিক এলাকায় পানি প্রবেশ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলাবাসী। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।   

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে গত ২৪ ঘণ্টায় ১৭ সে. মি. পানি বৃদ্ধি পেয়েছে। পাউবো সূত্র আরও জানায় ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জেলার ছাতকের সুরমা নদীর পানি বিপদ সীমার ৯৯ সে. মি. ওপরে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলের ফলে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কিছু এলাকায় আবারও পানি বাড়ছে। নদ নদীর পানি বৃদ্ধি ও মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন রাত কাটাচ্ছে। 

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গেল গত ১৬ জুন সুনামগঞ্জের বেশির ভাগ এলাকা বন্যা কবলিত হয়। আজ বৃহস্পতিবার ভোর তিনটায় কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় জেলার ৯২ ভাগেরও বেশি এলাকা। গুরুত্বপূর্ণ অফিস ও ব্যক্তি মালিকানাধীন ভবনের তালা ভেঙে জীবন বাঁচিয়েছেন লাখো মানুষ। ভয়াবহ বন্যায় ঘরে থাকা ধানচাল, গৃহপালিত পশু, জমিতে থাকা সবজি, পুকুরের মাছ সবই ভেসে গেছে। এখনো হাজারো মানুষের ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই, উঁচু এলাকা থেকে পানি কমলেও নিচু এলাকা বন্যা কবলিত।

আবারও পানি বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় জেলাবাসী। সুনামগঞ্জ পৌর শহরের হাসনবাহার এলাকার বাসিন্দা বিল্লাল আহমদ বলেন, গত দুদিনের বৃষ্টিতে আবারও আমাদের এলাকার রাস্তা ডুবে গেছে। আমরা খুব বেশি চিন্তিত, আবারও যদি বন্যা হয়ে যায়। বর্তমান বন্যার ক্ষতিই এখনো সামাল দিয়ে উঠতে পারিনি। 

নতুন পাড়ার বসিন্দা আবু সুফিয়ান বলেন, অনেক বৃষ্টি হচ্ছে। পানিও বাড়ছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অবিরত। আবারও কি তলিয়ে সব। 

পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় উজানের ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার এবং আমাদের সুনামগঞ্জের ছাতকে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হওয়ায় নদীর পানি বেড়েছে। তিনি বলেন মেঘালয়ে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে বন্যার আবারও হওয়ার সম্ভাবনা আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত