Ajker Patrika

পাখির জন্য ভালোবাসা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

পাখির জন্য অভয়াশ্রম তৈরি করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের। পুলিশ সদস্যের এমন ব্যতিক্রম উদ্যোগে প্রশংসিত হয়েছেন তিনি। এ কর্মকর্তা থানা প্রাঙ্গণে প্রায় ৫০০ পাখির আবাসস্থল তৈরি করেছেন।

‘পুলিশের বিচরণ যেখানে পাখিদের অভয়ারণ্য সেখানে’—এই স্লোগানে চলে এ কার্যক্রম।

গতকাল বৃহস্পতিবার থানা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, গাছে গাছে বাঁধা পাখির বাসা। থানা প্রাঙ্গণ এবং রাস্তার পাশে ৬০টি গাছে পাখিদের অবাধ বিচরণে ২৫০টি মাটির কলস ও বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। যেখানে বসত করতে পারবে প্রায় ৫০০ পাখি।

ওসি মীর মো. আব্দুন নাসের জানান, শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজেই নয়, বিভিন্ন সামাজিক কাজেও পুলিশের অংশগ্রহণ প্রয়োজন। পুলিশ এখন অনেক মানবিক। পুলিশ এখন শুধু জনতার নয় প্রাণীদেরও। এ কাজের অংশ হিসাবে পাখিদের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। দিনদিন বন-জঙ্গল উজাড় হয়ে যাওয়ায় দেশ পাখি শূন্য হয়ে পড়েছে। তাই পাখির বংশবিস্তার পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদে এ উদ্যোগ নেওয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত