Ajker Patrika

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পলাশী দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পলাশী দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি বের করা হয়। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পলাশী দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি বের করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহাসিক পলাশী দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় ‘সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ’-এর ব্যানারে এক মৌন র‍্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে র‍্যালিটি শুরু হয়ে প্যারিস রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আজকের দিনে আমাদের শিক্ষা নেওয়া উচিত যদি বিশ্বাসঘাতকতা করা ও রাজনৈতিক ঐক্য না থাকে তাহলে একটা জাতি ও জনগোষ্ঠীর জীবনে অন্ধকার সময় নেমে আসে। পলাশীর যুদ্ধ এ শিক্ষাটিই আমাদের বারবার দেয়। আমার মনে হয়, এ শিক্ষা আমাদের যেভাবে গ্রহণ করার কথা এখনো সেভাবে গ্রহণ করতে পারিনি। এ শিক্ষাটি গ্রহণ করার জন্য উপযুক্ত মন-মানসিকতা প্রয়োজন। এই পলাশী দিবস আমাদের নতুন করে চিন্তা করতে শেখাবে যে, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে একধরনের ঐক্য এবং ব্যক্তিস্বার্থে জাতীয় সম্পদ জলাঞ্জলি দেওয়ার চিন্তাভাবনা কীভাবে বিষময় হতে পারে।’

প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আজকের দিন থেকে শিক্ষা নিতে হবে আমাদের মধ্যে যারা মীরজাফর আছে, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া ও তাদের থেকে দূরে থাকা। যারাই দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এটিই আজকের দিনের অন্যতম অঙ্গীকার হওয়া দরকার।’

ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, ‘পলাশীর প্রান্তরে আমরা যে শুধু রাজ্য হারিয়েছি, শাসন হারিয়েছি তা-ই নয়; আমাদের শিল্প-সাহিত্য চর্চার দিকটিরও পরিবর্তন হয়েছে। আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে ভিন্ন সংস্কৃতি। এই স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা পলাশীর সব শহীদকে স্মরণ করছি এবং আমরা আমাদের এই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং সার্বভৌমত্বের দিক থেকে, যাতে সর্বদা প্রস্তুত থাকতে পারি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সভাপতিত্বে ও উত্তরণ প্রকাশের প্রকাশক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি এম সফিউর রহমান, চারুকলা বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাকিব মৃধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু, উর্দু বিভাগের সাবেক ছাত্র জাকির হোসেন, ছাত্র ফেডারেশন রাবি শাখার সাবেক সভাপতি রায়হান আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত