Ajker Patrika

ভোট দিতে পারলেন না শতবর্ষী হানিফ উল্লাহ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
ভোট দিতে পারলেন না শতবর্ষী হানিফ উল্লাহ

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। কিন্তু ইভিএমে ভোট দিতে এসে আঙুলের ছাপ না মিলায় বয়োবৃদ্ধদের খানিকটা বেগ পোহাতে হচ্ছে। কয়েকবারের চেষ্টায় ভোট দিতে হচ্ছে তাঁদের। ফিঙ্গার না মিলায় কেউ কেউ আবার ভোট দিতেও পারছেন না। 

এমনই একজন হলেন হানিফ উল্লাহ (১১০)। ছেলে ও নাতির কাঁধে চড়ে এসেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে। ৬ নম্বর করকরহাটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে না দিয়েই হতাশ হয়ে ফিরে গেছেন তিনি। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, করকরহাটি ভোটকেন্দ্রের ১ নম্বর কক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তারা ইভিএম মেশিনে মিনিট দশেক সময় চেষ্টা করেও বৃদ্ধ হানিফ উল্লাহর ফিঙ্গার মিলাতে ব্যর্থ হন। ফলে ভোট দিতে পারেননি তিনি। 

ভোট দিতে না পেরে হতাশ হানিফ উল্লাহ বলেন, অনেক আশা নিয়ে ভোট দিতে এসেছিলাম। আঙুলের ছাপ না মিলায় ভোট দিতে পারিনি। পরে আবার বিকেল ৩টায় আসার জন্য বলেন। 

বৃদ্ধের নাতি শাহ আলম বলেন, বার্ধক্যের কারণে হাঁটাচলা করতে পারেন না আমার দাদা। তাই আমরা ভোট দেওয়ানোর জন্য কোলে করে নিয়ে এসেছিলাম। কিন্তু ভোট দেওয়াতে না পারায় কষ্ট নিয়েই ফিরতে হচ্ছে আমাদের। 

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জগদীশ দাস তালুকদার বলেন, যাদের আঙুলের ছাপ মেলাতে সমস্যা হচ্ছে তাঁদের আমরা বিকেলে আসার জন্য বলেছি। পরবর্তীতে আবার চেষ্টা করে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত