Ajker Patrika

সুনামগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৪: ৪৯
সুনামগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশের ওপর নেতা-কর্মীরা হামলা করলে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, শহরের জামতলা থেকে বিএনপির সমর্থকেরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে আসে। একই সময়ে আরপিন নগর থেকেও মিছিল নিয়ে এগোতে থাকে তাঁরা। এ সময় পুলিশকে দেখে শহরের পুরাতন বাসস্টেশনে দুই দিক থেকে বিএনপির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। টানা ৩০ মিনিটব্যাপী পুলিশ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। 

সংঘর্ষের সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে থাকা সময় টেলিভিশনের চিত্রগ্রাহক রুজেল আহমেদ ও দেশ টিভির চিত্রগ্রাহক মো. রুহুল আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস। 

অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ‘পুলিশকে লক্ষ্য করেই বিএনপির নেতা-কর্মীরা মিছিলরত অবস্থায় ইট-পাটকেল ছুড়ে হামলা চালান। এ সময় আমরাও কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করি। এ ঘটনায় আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন, খোঁজ নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত