Ajker Patrika

হবিগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৬: ২৬
হবিগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বেশ কয়েকজন আইনজীবীও এসে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। আজ বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি চলে।

কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় ৯ দফা বাস্তবায়নের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্বঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে সকাল থেকে শিক্ষার্থীরা বৃন্দাবন সরকারি কলেজের একাডেমিক ভবনের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা কলেজের সামনে সড়কে এসে অবস্থান নেন। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ ও বিজিবি পাশেই সতর্ক অবস্থায় দাঁড়িয়ে ছিল।

পরে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ শুরু করেন। এত বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন, রাশেদা ইসলাম, জামিন হোসেন রাজু, মাহাদি আহসান, রাসেল আহমেদ, শফিকুল ইসলাম মামুন, সুচি আক্তার, সৈয়দ আবির, শাহিদ, প্রিয়াস প্রমুখ। এ সময় আইনজীবীদের একটি অংশও এতে অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেওয়া আইনজীবীরা হলেন আব্দুস শহীদ, আফজাল আহমেদ, আজিজুর রহমান, মিজানুর রহমান, গুলজার আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত