সুনামগঞ্জ প্রতিনিধি
কয়েক দিনের বৃষ্টিতে সতেজ হয়ে গেছে ধানগাছ। হাওরজুড়ে এখন সবুজের সমারোহ। ইতিমধ্যে ধানে শিষও গজিয়েছে। আর সপ্তাহ দশেকের মধ্যেই পরিপক্ব হবে ধান। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে; এমনটাই আশা করছেন কৃষকেরা।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জের ১২ উপজেলার ১৪২ হাওরের বোরো ধানের শিষে এখন ফুল বেরিয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে ধান কাটা শুরু করতে পারবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ সোম।
বিমল চন্দ সোম জানান, এবার সুনামগঞ্জে বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হয়েছে।
বিমল চন্দ সোম আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের তুলনায় এবার বোরোর ফলন বেশি পাওয়া যাবে।
কৃষি বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জের হাওর থেকে এবার ১৩ লাখ ৫৩ হাজার টন ধান ও চালের হিসেবে ৯ লাখ ২ হাজার টন চাল পাওয়া যাবে। যা টাকার পরিমাণে ৩ হাজার ৮০০ কোটি টাকা।
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের কৃষক আব্দুল হাই বলেন, ‘মার্চের শুরুতে অর্থাৎ চৈত্রের মাঝামাঝিতে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। দিন যদি ভালো থাকে তাহলে আমরা অনেক বেশি ধান পাইমু।’
অন্যদিকে হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধের কাজ শতভাগ শেষ হওয়ায় কৃষকের মাঝে স্বস্তি কাজ করছে। তবে কিছু বাঁধে বৃষ্টির কারণে সমস্যা দেখা দিয়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘আবহাওয়া ও ফসল রক্ষা বাঁধের ওপর নির্ভর করে সাধারণত সুনামগঞ্জের বোরো চাষাবাদ করা হয়ে থাকে। প্রতিবছর বোরো ফসল রক্ষায় বাঁধের জন্য সরকার শত কোটি টাকা বরাদ্দ দেয়। এবারও প্রায় ২০৪ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে বাঁধের জন্য। ইতিমধ্যে জেলার ১ হাজার ৭৫টি প্রকল্পের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়েছে।’
এই প্রকৌশলী আরও বলেন, ‘আমাদের বাঁধের কাজ শেষ হয়েছে। সার্বক্ষণিক বাঁধের কাছেই আমাদের লোক আছে। যেসব বাঁধে সমস্যা দেখা দেবে সঙ্গে সঙ্গেই সংস্কার করে দেবে।’
কয়েক দিনের বৃষ্টিতে সতেজ হয়ে গেছে ধানগাছ। হাওরজুড়ে এখন সবুজের সমারোহ। ইতিমধ্যে ধানে শিষও গজিয়েছে। আর সপ্তাহ দশেকের মধ্যেই পরিপক্ব হবে ধান। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে; এমনটাই আশা করছেন কৃষকেরা।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জের ১২ উপজেলার ১৪২ হাওরের বোরো ধানের শিষে এখন ফুল বেরিয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে ধান কাটা শুরু করতে পারবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ সোম।
বিমল চন্দ সোম জানান, এবার সুনামগঞ্জে বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হয়েছে।
বিমল চন্দ সোম আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের তুলনায় এবার বোরোর ফলন বেশি পাওয়া যাবে।
কৃষি বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জের হাওর থেকে এবার ১৩ লাখ ৫৩ হাজার টন ধান ও চালের হিসেবে ৯ লাখ ২ হাজার টন চাল পাওয়া যাবে। যা টাকার পরিমাণে ৩ হাজার ৮০০ কোটি টাকা।
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের কৃষক আব্দুল হাই বলেন, ‘মার্চের শুরুতে অর্থাৎ চৈত্রের মাঝামাঝিতে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। দিন যদি ভালো থাকে তাহলে আমরা অনেক বেশি ধান পাইমু।’
অন্যদিকে হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধের কাজ শতভাগ শেষ হওয়ায় কৃষকের মাঝে স্বস্তি কাজ করছে। তবে কিছু বাঁধে বৃষ্টির কারণে সমস্যা দেখা দিয়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘আবহাওয়া ও ফসল রক্ষা বাঁধের ওপর নির্ভর করে সাধারণত সুনামগঞ্জের বোরো চাষাবাদ করা হয়ে থাকে। প্রতিবছর বোরো ফসল রক্ষায় বাঁধের জন্য সরকার শত কোটি টাকা বরাদ্দ দেয়। এবারও প্রায় ২০৪ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে বাঁধের জন্য। ইতিমধ্যে জেলার ১ হাজার ৭৫টি প্রকল্পের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়েছে।’
এই প্রকৌশলী আরও বলেন, ‘আমাদের বাঁধের কাজ শেষ হয়েছে। সার্বক্ষণিক বাঁধের কাছেই আমাদের লোক আছে। যেসব বাঁধে সমস্যা দেখা দেবে সঙ্গে সঙ্গেই সংস্কার করে দেবে।’
জানা গেছে, এ বছর ইলিশ মৌসুমের প্রথম থেকে জেলেদের জালে তেমন একটা মাছ ধরা পড়েনি। এর মধ্যে ১৫ জুলাই পর্যন্ত ছিল গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এরপর জেলেরা জাল নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত সময় পার করলেও আশানুরূপ মাছ জালে ধরা পড়েনি। এদিকে গত শুক্রবার থেকে সাগরে নিম্নচাপ দেখা দেওয়ায়...
৫ মিনিট আগেভোলায় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাঁরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে। আজ রোববার সকালে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
৮ মিনিট আগেসরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৩৫ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
১ ঘণ্টা আগে