Ajker Patrika

সিলেটে শেখ হাসিনার নির্বাচনী জনসভায় নারীদের ঢল

সিলেট প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৭
সিলেটে শেখ হাসিনার নির্বাচনী জনসভায় নারীদের ঢল

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় নারীদের ঢল নেমেছে। আজ বুধবার সকাল থেকেই জনসভায় যোগ দিতে সিলেটের বিভিন্ন জেলা-উপজেলা, পৌরসভা, ইউনিয়ন থেকে দলে দলে সভাস্থলে আসতে শুরু করে মানুষ। সেখানে পুরুষের পাশাপাশি নারীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। 

ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকে বেলা ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদরাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। 

জনসভাস্থল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে নারী নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন। পরনে শাড়ি, মাথায় টুপি-স্কার্ফ লাগিয়ে মিছিলে অংশ নিয়েছেন তাঁরা। এ সময় তাঁদের বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নিজ এলাকার আওয়ামী লীগ নেতার নামে স্লোগান দিতে দেখা যায়। নারী কর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস দেখা গেছে। 

জনসভায় যোগ দিতে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে এসেছেন ইসরাত জাহান নামের আওয়ামী লীগের এক সমর্থক। তিনি বলেন, দেশ আজ আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশ থেকে খাদ্যের অভাব দূর হয়েছে। 

ইসারাত আরও বলেন, তিনি (প্রধানমন্ত্রী) নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আবার দেশের প্রধানমন্ত্রী হলে নারীরা সব ক্ষেত্রে পুরুষদের সমান মর্যাদা পাবেন। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। 

জেলা মহিলা লীগের শারমিন আক্তার নামে আরেক নারী নেত্রী বলেন, ‘আমরা বিশাল একটি বহর নিয়ে আসছি। মাঠে প্রবেশ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। চৌহাট্টা পয়েন্ট থেকে ফিরে দরগাহ গেট দিয়ে যেতে হচ্ছে। তবে ভালো লাগছে।’ 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জনসভা মঞ্চ ও আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। 

প্রধানমন্ত্রীর আগমনের ঘোষণায় সিলেটের ১৯টি সংসদীয় আসনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত